ঢাকা, ১০ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই জমাদিউল আউয়াল ১৪৪৭ হিজরি
Logo

‎চার দফা দাবিতে মাদ্রাসা শিক্ষক-শিক্ষার্থীদের আলটিমেটাম ‎

স্টাফ রিপোর্টারঃ নূর মোহাম্মদ জোবায়ের হোসেন  ‎ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলমকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহার, ছাত্রদের ওপর হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারসহ ৪ দফা...বিস্তারিত পড়ুন

তাহিরপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের আলোচনা সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের বাংলা বাজারে ইসলামী আন্দোলন বাংলাদেশ উত্তর বড়দল ইউনিয়ন শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) আসনে পীর সাহেব চরমোনাই মনোনীত হাতপাখা প্রতীকের এমপি পদপ্রার্থী হাফিজ মাওলানা মুফতি ফখর উদ্দিন। সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ উত্তর বড়দল ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা এমদাদুল্লাহ সা’দ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাসরুর আহমেদ আল-আমিন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি নুরউদ্দিন, সহ-সভাপতি মাওলানা সালমান আহমদ সুজন, তাহিরপুর উপজেলা ছাত্র আন্দোলনের সভাপতি জুনাইদ আহমেদ, দপ্তর সম্পাদক কে এম মামুনুর রশিদ ও ছাত্র নেতা মাজহারুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, ৫ই আগস্টের পরও দেশে চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দুর্নীতি চলছে। আমরা এই অন্যায়ের পরিবর্তন চাই। বর্তমান রাজনীতি মানেই যেন চাঁদাবাজি আর দুর্নীতির প্রতিযোগিতা—এর অবসান ঘটাতেই ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ করছে। তারা আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দেশের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। প্রধান অতিথি হাফিজ মাওলানা মুফতি ফখর উদ্দিন বলেন, আগে গ্রামে-গঞ্জে ডাকাত ছিল, এখন কলম দিয়ে ডাকাতি হয়। স্বাধীনতার পর থেকে আমরা এ দৃশ্য দেখে আসছি। যারা দিনে এক কথা আর রাতে আরেক কথা বলে, তাদের জনগণ চেনে। তিনি মিয়ারচর ফেরিঘাটের ভোগান্তির প্রসঙ্গ তুলে প্রশাসনের প্রতি আহ্বান জানান—জরুরিভিত্তিতে এই ঘাটে দুটি নৌকা সংযোজন করা প্রয়োজন। তিনি আরও বলেন, বাংলাদেশ সরকারের বাজেটের টাকা যদি সঠিকভাবে কাজে লাগানো হতো, তাহলে আজকের বাংলাদেশে দারিদ্র্য থাকত না। ইসলামী আন্দোলন বাংলাদেশ সরকার গঠন করতে পারলে শতভাগ বাজেট জনকল্যাণে ব্যয় হবে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও হাওর অঞ্চলের মানুষের পক্ষে কাজ করাই হবে আমাদের অঙ্গীকার।