নান্দাইলে এম এ কাদির ভুঁইয়া (খোকন ভুঁইয়া)-এর বিএনপি থেকে প্রার্থীতা ঘোষণা। 

প্রকাশিত: ১০:৪২ পূর্বাহ্ণ, নভেম্বর ১, ২০২৫

আকরাম হোসেন নান্দাইল উপজেলা প্রতিনিধিঃ 

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন- ১৫৩, ময়মনসিংহ-৯ (নান্দাইল) থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন প্রত্যাশী হিসেবে এম এ কাদির ভুঁইয়া (খোকন ভুঁইয়া) তাঁর প্রার্থীতা ঘোষণা করেছেন।৩১ অক্টোবর ২০২৫ ইং, শুক্রবার সকাল ১০টায় নান্দাইল পুরাতন বাসস্ট্যান্ডে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে তাঁর প্রার্থীতা ঘোষণা করেন।সংবাদ সম্মেলনের আয়োজন করে নান্দাইল উপজেলা বিএনপি, পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।এম এ কাদির ভুঁইয়া তাঁর বক্তব্যে বলেন— “আমি ছাত্র রাজনীতি থেকেই জাতীয়তাবাদী আদর্শের রাজনীতির সঙ্গে জড়িত। নান্দাইলবাসীর দুঃখ-দুর্দশা লাঘব ও উন্নয়নমূলক রাজনীতি প্রতিষ্ঠার জন্য আমি ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে জনগণের সেবা করতে চাই। আমি বিশ্বাস করি, নান্দাইলের মানুষ গণতন্ত্র ও ন্যায়ের প্রতীক ধানের শীষে ভোট দেবে।”

তিনি আরও বলেন, জনগণের অধিকার পুনরুদ্ধার ও দলীয় নেতাকর্মীদের ওপর নিপীড়নের অবসান ঘটাতে তাঁর ভূমিকা থাকবে।উল্লেখ্য, এম এ কাদির ভুঁইয়া (খোকন ভুঁইয়া) নান্দাইলে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি, বিএনপির সাবেক থানা যুগ্ম আহ্বায়ক, এবং বর্তমানে ময়মনসিংহ জেলা উত্তর ও নান্দাইল উপজেলা বিএনপির সম্মানিত সদস্য।রাজনীতির পাশাপাশি তিনি সাংবাদিকতা পেশায় যুক্ত ছিলেন—দৈনিক বাংলার চাষী ও দৈনিক ইনছাফ পত্রিকায় সংবাদকর্মী হিসেবে দায়িত্ব পালন করেছেন।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন—মুফতি মাহফুজুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণ উলামা দলের সদস্য;বিএনপি নেতা আনোয়ারুল হক বাপ্পি, জাহাঙ্গীর হোসেন বাবুল, আব্দুল করিম, আলমগীর হোসেন, আব্দুল জলিল, সাইফুল ইসলাম, রফিকুল ইসলামসহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।সম্মেলনে বক্তারা এম এ কাদির ভুঁইয়ার নেতৃত্ব ও ত্যাগের প্রশংসা করে বলেন, নান্দাইলের মানুষ তাঁর মতো একজন অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ নেতাকে সংসদে দেখতে চায়। তাঁরা বলেন, বিএনপির প্রার্থী হিসেবে তিনি নির্বাচিত হলে নান্দাইলের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও যোগাযোগ ব্যবস্থায় এক নতুন দিগন্ত উন্মোচিত হবে।সংবাদ সম্মেলনের শেষে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা ধানের শীষ প্রতীকের পক্ষে শ্লোগান দেন এবং এম এ কাদির ভুঁইয়ার হাত উঁচিয়ে তাঁকে অভিনন্দন জানান।

মন্তব্য করুন