পাঁচ দফা দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ 

প্রকাশিত: ১:২৪ পূর্বাহ্ণ, অক্টোবর ১৪, ২০২৫

আনোয়ার হুসাইন( স্টাফ রিপোর্টার) 

পাঁচ দফা দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ,ময়মনসিংহ জেলা উত্তর দক্ষিণ ও মহানগরের পক্ষ থেকে জেলা প্রশাসক বরাবর,স্মারকলিপি প্রদান করা হয়,।

কেন্দ্র ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে,আজ ১২/১০/২৫,রোজ রবিবার,বেলা ১১ টায়,ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক,মহানগরের সংগ্রামী সভাপতি,হাত পাখা প্রতীকের ময়মনসিংহ সদর ৪ আসনের এমপি পদপ্রার্থী বিশিষ্ট চিকিৎসক জননেতা অধ্যাপক ডাক্তার মোঃ নাসির উদ্দিন নেতৃত্বে,ময়মনসিংহ মহানগর এর পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয়।

এসময় ময়মনসিংহ জেলা উত্তর,দক্ষিণ শাখার পক্ষ থেকে,জেলা উত্তর ও দক্ষিণের স্মারকলিপি প্রদান করা হয়।জেলা উত্তর দক্ষিণ ও মহানগরের নেতা কর্মীদের উপস্থিতিতে কেন্দ্র ঘোষিত পাঁচ দফা দাবির প্রেক্ষিতে,ময়মনসিংহ জেলা প্রশাসক জনাব মুফিদুল আলম বরাবর স্মারকলিপি পেশ করা হয়।

স্মারকলির প্রদান কালে উপস্থিত ছিলেন,ময়মনসিংহ জেলা দক্ষিন সভাপতি মাওলানা মামুনুর রশিদ সিদ্দিকী,জেলা উত্তর সভাপতি আলহাজ্ব হাদিউল ইসলাম,মহানগর সিনিয়র সহ-সভাপতি,মুফতি ইয়াকুব সাঈদ,সেক্রেটারি আলহাজ্ব আনোয়ার হোসেন,সদর উপজেলা সভাপতি অ্যাডভোকেট গোলাম মোর্শেদ রানা,জেলা দক্ষিন সাধারণ সম্পাদক,মাওলানা ফজলুল করিম,মহানগর সাংগঠনিক সম্পাদক আবু রাসেল হোসেনী জেলা দক্ষিন,অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আরিফ খান জুয়েল,মাওলানা অলিউল্লাহ,মইনুল ইসলাম,মোহাম্মদ অলিউল্লাহ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

মন্তব্য করুন