কিশোরগঞ্জে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে চার লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ৭:৪৭ অপরাহ্ণ, মার্চ ৭, ২০২৫

স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও বাধ্যতামূলক নিবন্ধন ব্যতীত খাদ্য উৎপাদন, লেভেলবিহীন খাদ্য উৎপাদন ও বিক্রি, খাদ্যে মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর অননুমোদিত রঙ ব্যবহার এবং পণ্য ক্রয়-বিক্রয়ের রশিদ সংরক্ষণ না করার দায়ে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে নিরাপদ খাদ্য আইনে মোট চার লাখ টাকা জরিমানা করেছে বিশুদ্ধ খাদ্য আদালত।

শুক্রবার (৭ মার্চ) বিকালে কিশোরগঞ্জ জেলা শহরে সংক্ষিপ্ত বিচারিক প্রক্রিয়ার (সামারি ট্রায়াল) মাধ্যমে এ বিশুদ্ধ খাদ্য আদালত পরিচালনা করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম।

বিশুদ্ধ খাদ্য আদালতে কিশোরগঞ্জ জেলা শহরের হারুয়া এলাকার রাদিত সামিয়া প্রোডাক্টসকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও বাধ্যতামূলক নিবন্ধন ব্যতীত খাদ্য উৎপাদনের অপরাধে দুই লাখ টাকা, জেলা শহরের গৌরাঙ্গবাজারের গাঙচিল রেস্তোরাঁকে লেভেলবিহীন খাদ্য উৎপাদন ও বিক্রি এবং পণ্য ক্রয় বিক্রয়ের রশিদ সংরক্ষণ না করার অপরাধে এক লাখ টাকা এবং গৌর গোবিন্দ সুইটস কেবিনকে মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর অননুমোদিত রঙ ব্যবহার ও পণ্য ক্রয়-বিক্রয়ের রশিদ সংরক্ষণ না করার অপরাধে এক লাখ টাকা জরিমানা করা হয়।

এ সময় কিশোরগঞ্জ জেলার নিরাপদ খাদ্য অফিসার মো. আশরাফুল ইসলাম তালুকদার ও জেলা স্যানিটারি ইন্সপেক্টর শংকর চন্দ্র পাল উপস্থিত ছিলেন।

এছাড়া জেলা পুলিশ, কিশোরগঞ্জ র‌্যাব ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা বিশুদ্ধ খাদ্য আদালতকে সহযোগিতা করেন।

মন্তব্য করুন