অপহরণকারীর হাত থেকে তরুণীকে উদ্ধার করল সাধারণ জনগণ

প্রকাশিত: ৮:৩৩ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২৫

আকরাম হোসেন, নান্দাইল উপজেলা প্রতিনিধি:

ময়মনসিংহের নান্দাইলে সাধারণ জনগণের তাৎক্ষণিক পদক্ষেপে এক নারী অপহরণ থেকে রক্ষা পেয়েছেন।

আজ বুধবার (৫ নভেম্বর) সকাল ১১টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক থেকে নান্দাইল মডেল থানা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জগামী মহাসড়কে মীম নামের এক নারীকে জোরপূর্বক সিএনজিতে তোলার চেষ্টা করে ড্রাইভার আলমগীর (২৭)। এসময় মীম চিৎকার করে “বাঁচাও, বাঁচাও” বলে সাহায্য চান। তার চিৎকার শুনে আশপাশের সাধারণ মানুষ ও মোটরসাইকেল আরোহীরা পিছু নেয়। পরে নান্দাইল আঠারবাড়ী রোডের সিনেমা হল সংলগ্ন এলাকায় সিএনজিটি আটক করা হয়।

অপহরণকারী ড্রাইভার আলমগীরের বাড়ি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার কালিয়ান গ্রামে। তিনি জানান, “আমি মীমের ছোট বোন মুক্তাকে বিয়ে করেছিলাম। সে আমার স্ত্রী, তাই মীম আমার স্ত্রীর বড় বোন হয়। আমি অপহরণ করিনি—মীম নিজেই আমার কাছে এসে আমার গাড়িতে উঠে চিৎকার করে।”

অন্যদিকে, ভুক্তভোগী মীম আক্তার (পিতা মঞ্জু মিয়া, গ্রাম আচারগাঁও ইউনিয়ন) জানান, “আলমগীর আমার ছোট বোন মুক্তাকে বিয়ে করে মাত্র ৭ দিন সংসার করে বিবাহবিচ্ছেদ দেয়। এরপর থেকেই সে আমাকে নানাভাবে হয়রানি করে আসছে। আজ আমাকে জোর করে সিএনজিতে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আমার চিৎকারে লোকজন ছুটে এসে আমাকে উদ্ধার করে।”

পরে সংবাদ পেয়ে নান্দাইল মডেল থানার এসআই সমরাজ ঘটনাস্থলে পৌঁছে সিএনজি ও আলমগীরকে থানায় নিয়ে আসে।

মন্তব্য করুন