
স্টাফ রিপোর্টারঃ নূর মোহাম্মদ জোবায়ের হোসেন
ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলমকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহার, ছাত্রদের ওপর হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারসহ ৪ দফা দাবি আদায়ে আলটিমেটাম দিয়ে বিক্ষোভ সমাবেশ ও সংবাদ সম্মেলন করেছেন জামিয়া ফয়েজুর রহমান মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষকেরা।
মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ নগরীর বড় মসজিদ ক্যাম্পাসের জামিয়া ফয়জুর রহমান মাদ্রাসার সামনে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই সমাবেশ করেছেন শিক্ষার্থী ও শিক্ষকেরা। সমাবেশে আগামী ২৪ ঘণ্টার মধ্যে জেলা প্রশাসককে প্রত্যাহার, হামলায় দায়ীদের গ্রেপ্তার ও মাদ্রাসা শিক্ষার্থীদের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে পরবর্তীতে কঠোর আন্দোলন কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থী ও শিক্ষকেরা।
মঙ্গলবারের এই সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলা হয়, জামিয়া ফয়জুর রহমান কওমি মাদ্রাসা কমিটির সভাপতি ও ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম প্রায় সময় বরই মাদ্রাসা শিক্ষকদের সঙ্গে অশোভন আচরণ ও পক্ষপাতমূলক সিদ্ধান্ত নিয়ে একের পর এক বিতর্কের জন্ম দিয়েছেন। মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে স্পর্শকাতর অভিযোগের ব্যাপারেও জেলা প্রশাসক ওই শিক্ষকের পক্ষ নেন বলে অভিযোগ করা হয়। এসব নিয়ে মাদ্রাসায় চাপা ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়।

