
নূর মোহাম্মদ জোবায়ের হোসেনঃ স্টাফ রিপোর্টার
আল্লাহর কৃপায় ইসলামী সমাজব্যবস্থা প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে ইকামাতে ইসলাম বাংলাদেশ-এর আত্মপ্রকাশ উপলক্ষে এক ঐতিহাসিক ওলামা সম্মেলন সফলভাবে সম্পন্ন হয়েছে।
শনিবার, ৮ নভেম্বর ২০২৫, বাদ মাগরিব ময়মনসিংহ জেলার নান্দাইল থানার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কপালহর গ্রামের আব্দুল মজিদ চেয়ারম্যান বাড়ি মসজিদের প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। ইসলামপ্রিয় মানুষ, আলেম-ওলামা, ছাত্র-তালিবে ইলম ও সাধারণ মুসল্লিদের উপস্থিতিতে এলাকাজুড়ে এক অনুপ্রেরণামূলক পরিবেশ সৃষ্টি হয়।
ইকামাতে ইসলাম বাংলাদেশ একটি সম্পূর্ণ অরাজনৈতিক, দ্বীনি ও সমাজসেবামূলক সংগঠন, যার মূল লক্ষ্য হলো আল্লাহর বিধান প্রতিষ্ঠার মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠন।
সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা, সমন্বয়ক, উদ্যোক্তা ও সংগঠকবৃন্দ —
হযরত মাওলানা হাবীব হাসান, হাফেজ মোঃ ইমরান হাসান ইউসুফ, মাওলানা মোঃ তরিকুল ইসলাম শেরপুরী, মাওলানা মাহমুদ হাসান ফয়েজি, মাওলানা সাইদ আহমেদ, হাফেজ মুহিব্বুল্লাহ শেরপুরীসহ অন্যান্য সম্মানিত ওলামায়ে কেরাম।বক্তারা তাঁদের বক্তব্যে বলেন,“ইকামাতে ইসলাম বাংলাদেশ কোনো ব্যক্তিকেন্দ্রিক সংগঠন নয়। আমরা সবাই সমান, সবাই কর্মী, সবাই আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কাজ করি। আমাদের লক্ষ্য একটাই — আল্লাহর বিধানভিত্তিক একটি শান্তিপূর্ণ সমাজ গঠন।”
তাঁরা আরও বলেন,“এই সংগঠন আলেম, তরুণ, ছাত্র ও সমাজের প্রতিটি স্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় একদিন বাংলার ঘরে ঘরে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ।”
সম্মেলনের শেষে দোয়া পরিচালনা করেন মৌলভী তরিকুল্লাহ। দোয়ায় দেশ, জাতি, ইসলাম ও সংগঠনের কল্যাণ কামনা করা হয়।
বক্তাদের কণ্ঠে এক হয়ে উচ্চারিত হয় সংগঠনের মূল আহ্বান —
“আল্লাহর বিধানই হবে শাসন — ইকামাতে ইসলামের ঘোষণা!”
এই সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ইকামাতে ইসলাম বাংলাদেশ — এক নতুন দ্বীনি আন্দোলন, যেখানে সবাই সমান, সবাই কর্মী, সবাই আল্লাহর পথে সংগ্রামী।

