পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার প্রধান অভিযুক্ত নাসিরসহ গ্রেফতার ৫

প্রকাশিত: ৭:১৭ অপরাহ্ণ, জুন ১৪, ২০২১

অভিনেত্রী পরীমনিকে ‘ধর্ষণ ও হত্যাচেষ্টার’ অভিযোগে সাভার থানায় মামলা করার পর প্রধান অভিযুক্ত নাসির উদ্দিন মাহমুদসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

নাসির উদ্দিন মাহমুদ নামে ওই ব্যবসায়ীকে তার উত্তরার বাসা থেকে আটক করা হয়েছে বলে জানান গোয়েন্দা (ডিবি) পুলিশের যুগ্ম কমিশনার হারুন-অর-রশীদ।

বাকিদেরও একই স্থান থেকে আটক করা হয়। এ সময় নাসির উদ্দিনের বাসা থেকে মাদক উদ্ধার করা হয় বলেও জানিয়েছে পুলিশ।

সোমবার দুপুরে ডিবি পুলিশের কর্মকর্তা হারুন-অর-রশীদ আরো জানান, গ্রেফতার সবাইকে রাজধানীর মিন্টোরোডে পুলিশের গোয়েন্দা বিভাগের কার্যালয়ে নেয়া হয়েছে।

পুলিশের মুখপাত্র সোহেল রানা গণমাধ্যমকে জানিয়েছেন, সোমবার সকালে পরীমনি তার লিখিত অভিযোগ জমা দিয়েছেন। এরপর তার মামলাটি রেকর্ড করা হয়। এরপরই তারা কয়েকটি দলে অভিযানে বের হয়ে যান।

মামলায় পরীমনি ৬ জনের বিরুদ্ধে তাকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ এনেছেন বলে পুলিশ জানিয়েছে। অভিযুক্তদের দু’জনের নাম ও বাকি ৪ জনকে অজ্ঞাতনামা বলে উল্লেখ করা হয়েছে।

এর আগে নিজের সাথে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে সোমবার থানায় অভিযোগ করেন পরীমনি। এরপরই পুলিশ তার বাসায় গিয়ে ঘটনার বিষয়ে বিস্তারিত জেনেছেন।

সোমবার ভোরে রূপনগর থানা পুলিশের কাছে তিনি অভিযোগটি করেন। অভিযোগে ঢাকা বোট ক্লাবে তাকে ধর্ষণ ও হত্যা চেষ্টার বিষয়টি লিখিতভাবে উপস্থাপন করেছেন। রূপনগর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমরা পরীমনির বাসায় গিয়ে তার কাছ থেকে বিস্তারিত শুনেছি ও বক্তব্য নিয়েছি। তিনি লিখিতভাবে অভিযোগ করেছেন। আমি সেই অভিযোগ সাভার থানার কাছে পৌঁছে দিচ্ছি। তারা এবিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম পরিচালনা করবেন।

বাংলাদেশ পুলিশের মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী মহাপরিদর্শক (এআইজি) সোহেল রানা বলেন, পরীমণি পুলিশের প্রয়োজনীয় ও উপযুক্ত সেবা পাবেন। উপযুক্ত বিচার পাবেন।

আইএ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন