
টিকাটুলির রাজধানী সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ২৫টি ইউনি অনেকক্ষণ চেষ্টা চালিয়ে ফায়ার বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের উপ-পরিচালক এ তথ্য নিশ্চিত করেছেন।
মার্কেটের ২৩৫ নম্বর দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। সন্ধ্যা ৫টা ১৪ মিনিটে মার্কেটটিতে আগুন ধরে যায়। প্রথমে সুপার মার্কেটের দোতলার একটি ইউনিটে আগুন লাগার খবর পেয়ে লোকজন ছোটাছুটি শুরু করে। মার্কেটের দোতলায় যে পাশে আগুন লেগেছে সেখানে বেডশিট, কাপড়, টেইলার্সের ৩০-৩৫টি দোকান ছিল। অল্প সময়ের মধ্যে অন্য ইউনিটগুলোতে আগুন ছড়িয়ে পড়ে।
জানা গেছে, প্রাথমিকভাবে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট পাঠানো হয়। পরে ঘটনাস্থল থেকে আরও চাওয়া হলে ৬ ও ২টি গাড়ি পাঠানো হয়। পরে আরও তিনটি ইউনিট এসে যুক্ত হয়। আগুন নিয়ন্ত্রণে মোট ২৫টি ইউনিট কাজ করেছে।
আই.এ/

