
আকরাম হোসেন নান্দাইল উপজেলা প্রতিনিধিঃ
ময়মনসিংহ নান্দাইলে আজ ৪ নভেম্বর ২৫ ইং তারিখ রোজ মঙ্গলবার সকাল ১১ ঘঠিকার সময় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসনিক ভবন সম্মেলন কক্ষে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) জনাব রেবেকা সুলতানা ডলি এর সভাপতিত্বে গ্রাম আদালত প্রকল্পের সার্বিক কার্যক্রম তুলে ধরেন প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মোঃআবু কাজেম। তিনি বলেন ইউনিয়ন পরিষদে মামলার সংখ্যা তুলনা মূলক কম, গ্রাম আদালতের এখতিয়ার ভুক্ত মামলাগুলো থানা বা কোর্টে দায়ের হচ্ছে। এতে সাধারণ জনগণ হয়রানি বা প্রতারনার শিকার হচ্ছে। এ সময় তিনি নান্দাইল উপজেলার বর্তমান মামলার চিত্র ও নথি ব্যবস্থাপনা নিয়ে উপস্থিত সকলকে অবহিত করেন। পরে উপজেলা কো- অডিনেটর মোঃ ফিরোজ জুয়েল মাসিক ও ত্রৈমাসিক প্রতিবেদন তৈরি কিভাবে করতে হয় তা হাতে কলমে সকল এএসিওদের শিখান।সভাপতি রেবেকা সুলতানা ডলি বক্তব্যে বলেন গ্রাম আদালত সক্রিয়করণ করতে হলে জনগণের মাঝে গ্রাম আদালতের আস্থা আনতে হবে ও প্রচারের জন্য মাইকিং ওয়ার্ড সভা সহ বিভিন্ন মিটিংয়ে গ্রাম আদালত সর্ম্পকে আলোচনা করতে হবে এবং চেয়ারম্যানদের কে নিয়মিত গ্রাম আদালত পরিচালনা করতে হবে।আর এএসিওগণ গ্রাম আদালতের সিদ্ধান্ত বা রায় লেখা এবং আদালত পরিচালনায় চেয়ারম্যানকে সহযোগীতা করবে। এসময় তিনি এএসিওদের মূল দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে অবগত করেন যেমন: ১। গ্রাম আদালতের পেশকারের দ্বায়িত্ব পালন ২। গ্রাম আদালতের নথি এবং রেজিস্ট্রার সংরক্ষণ ৩। আইনগত তথ্য প্রদান করা ৪। জনসচেতনতা মূলক কার্যক্রমের উদ্যোগ গ্রহণ, এরূপ কাজে অংশগ্রহণ ৫। মামলার আবেদনপত্র গ্রহণ (জমা নেওয়া) ৬।আবেদনপত্র যাচাই-বাছাইয়ে ইউপি চেয়ারম্যানকে সহযোগিতা করা ৭। বিচারিক কাজে ইউপি চেয়ারম্যান/গ্রাম আদালতকে সহযোগিতা করা ৮। মামলার নথি তৈরি ও সংরক্ষণ ৯। মামলার মাসিক ও ত্রৈমাসিক প্রতিবেদন তৈরি, প্রেরণ ও সংরক্ষণ।পরিশেষে তিনি সকলকে মনযোগ সহকারে কাজ করার আহব্বান জানিয়ে সভার কাজ সমাপ্তি ঘোষণা করেন।এ সময় সকল ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটরগণ উপস্থিত ছিলেন।

