তাহিরপুরে জামায়াতের পূজামণ্ডপ পরিদর্শন

প্রকাশিত: ১০:২৪ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০২৫

এম সালমান আহমদ সুজন (তাহিরপুর, সুনামগঞ্জ)

আজ ৩০ সেপ্টেম্বর ২০২৫ইং রোজঃ মঙ্গলবার শারদীয় দুর্গোৎসব উপলক্ষে তাহিরপুর সদর ইউনিয়নের চারটি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী তাহিরপুর সদর ইউনিয়নের আমির শফিক ইসলাম।

পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপে উপস্থিত ভক্তবৃন্দ ও স্থানীয়দের সঙ্গে সৌহার্দ্য বিনিময় করেন এবং ধর্মীয় উৎসবগুলো নির্বিঘ্ন ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য পাশে থাকার আশ্বাস দেন।

শফিক ইসলাম বলেন, আমরা সবাই মিলে এমন একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই যেখানে অন্যায় থাকবে না, জুলুম থাকবে না, চাঁদাবাজি ও দুর্নীতি থাকবে না।

এসময় জামায়াতে ইসলামী তাহিরপুর সদর ইউনিয়নের নেতৃবৃন্দসহ হিন্দু সম্প্রদায়ের নেতৃস্থানীয় ব্যক্তি ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন