

আব্দুল্লাহ জোবায়ের ঈশ্বরগঞ্জ ( ময়মনসিংহ প্রতিনিধি)
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ব্যাপকভাবে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৭ আগস্ট) দুপুরে এই কর্মসূচির আয়োজন করে মানব কল্যাণ সংসদ। কর্মসূচির অংশ হিসেবে কাকনহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিক্ষরোপন কর্মসূচি পালন করেন। এতে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের গাছের চারা তুলে দেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহ্ নূরুল কবির শাহিন।
এসময় আরও অনুষ্ঠানে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম চকদার ঝুলন, শাহ্ মোফাজ্জল হোসেন টিপু, পৌর বিএনপির সভাপতি সাইদুল হক, রফিকুল ইসলাম দুলাল, উপজেলা যুবদল নেতা সাইফুল সরকার, পৌর তাতীদলের সাবেক সাধারণ সম্পাদক হোসেন আলী, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোবারক হোসেন, যুগ্ম আহ্বায়ক জিকরুল হাসান জিকু, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজমুল আলম সোহাগ, শ্রমিক দলের সাবেক সভাপতি গোলাম মোস্তফা প্রমুখ।
জানা গেছে, এর আগে উপজেলার মোট ৮টি শিক্ষা প্রতিষ্ঠানে বনজ ও ফলজ মিলিয়ে প্রায় ১২০০ চারা বিতরণ করা হয়।
এ বিষয়ে সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহানুরুল কবির শাহীন বলেন, বেগম খাদেলা জিয়ার জন্মদিন উপলক্ষে আমি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিজে গিয়ে শিক্ষার্থীদের হাতে চারা তুলে দেয়েছি এবং নিজেও বিদ্যালয় প্রাঙ্গণে গাছ রোপণ করেছি । তিনি আরও বলেন, “পরিবেশ রক্ষায় গাছের বিকল্প নেই। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় আমাদের প্রত্যেককে অন্তত একটি করে গাছ রোপণ করতে হবে।”
কর্মসূচিতে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে সবুজ চারা হাতে বিদ্যালয় প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে শিক্ষার্থীদের পরিবেশ বান্ধব নানা স্লোগানে।