সাংবাদিক হত্যার প্রতিবাদে ঢাবিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের মানববন্ধন

প্রকাশিত: ৭:৪১ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 

গাজীপুরে চাঁদাবাজি ভিডিও ধারণের কারণে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং দেশের চলমান সন্ত্রাস, হত্যা ও অরাজকতার বিরুদ্ধে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা আজ ৮ আগস্ট বিকেল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন আয়োজন করেছে।

মানববন্ধনে সভাপতিত্ব করেন শাখা সভাপতি আবু বকর সিদ্দিক। সঞ্চালনায় ছিলেন প্রচার ও মিডিয়া সম্পাদক মূঈনুল ইসলাম। মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী জেনারেল এবং আসন্ন ডাকসু নির্বাচনে জিএস পদপ্রার্থী খায়রুল আহসান মারজান।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে যারা হত্যা করেছে, তারা কেবল একজন সাংবাদিককেই নয়, গণমাধ্যমের স্বাধীনতাকেও হত্যা করার চেষ্টা করেছে। এটি একটি রাষ্ট্রের জন্য অশনিসংকেত। সরকারের অকার্যকর অবস্থান এবং ক্ষমতাসীন রাজনৈতিক আশ্রয়ে বেড়ে ওঠা সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”

তিনি আরো বলেন, “দেশে প্রতিনিয়ত খুন, ধর্ষণ, গুম, চাঁদাবাজি ও মাদকের রাজত্ব চলছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর নীরব ভূমিকা আমাদের নিরাপত্তাহীনতার দিকে ঠেলে দিচ্ছে। এসব অপরাধের প্রকাশ্যতা এবং প্রমাণ থাকার পরেও বিচার বিভাগের নিষ্ক্রিয়তা জাতিকে ব্যথিত করেছে।”

শাখা সভাপতি আবু বকর সিদ্দিক তাঁর বক্তব্যে বলেন, “এ অরাজকতা ও জুলুমের বিরুদ্ধে ঈমানদার ছাত্রসমাজকে সোচ্চার হতে হবে। কেবল সুশৃঙ্খল প্রতিবাদ নয়, আদর্শ, নৈতিকতা, ইনসাফ এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার জন্য সক্রিয় হতে হবে। আমরা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তুহিন হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিতকরণের দাবি জানাই।”

বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সাধারণ সম্পাদক মনসূরুল হক শান্ত, প্রকাশনা ও দফতর সম্পাদক সাদমান সাকিব, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক আফজাল হোসাইন সিয়ামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এই কর্মসূচির মাধ্যমে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সরকারের অকার্যকর অবস্থান এবং বিচারহীনতার সংস্কৃতির বিরুদ্ধে সোচ্চার হয়ে জনগণের ন্যায্য দাবি তুলে ধরেছে।

মন্তব্য করুন