স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠার দাবিতে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা ও নবম গ্রেড বাস্তবায়নের দাবিতে ঢাকায় সংবাদ সম্মেলন

প্রকাশিত: ১:০৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২৫

মো.মাহমুদু্ল্লাহ ঢাকা।

‎জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে আজ বুধবার বিকেল ৫টা ৩০ মিনিটে স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা ও সহকারী শিক্ষক পদ নবম গ্রেডে উন্নীতকরণের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

‎বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির ব্যবস্থাপনায় এবং স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ও এন্ট্রি পদ নবম গ্রেড বাস্তবায়ন পরিষদের আয়োজনে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পরিষদের আহ্বায়ক ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ঢাকা অঞ্চলের উপপরিচালক ড. মোস্তাফিজুর রহমান।

‎তিনি বলেন, ২০০৩ সালের জাতীয় শিক্ষা কমিশন ও ২০১০ সালের জাতীয় শিক্ষানীতিতে সুস্পষ্টভাবে মাধ্যমিক শিক্ষার জন্য আলাদা অধিদপ্তরের সুপারিশ থাকলেও এতদিন তা বাস্তবায়ন করা হয়নি। বরং কলেজকেন্দ্রিক নীতির কারণে মাধ্যমিক শিক্ষা বঞ্চিত হয়েছে। অথচ কারিগরি ও মাদ্রাসা শিক্ষার জন্য আলাদা অধিদপ্তর গঠিত হয়েছে বহু আগেই।

‎ড. মোস্তাফিজুর রহমান অভিযোগ করেন, বর্তমান অন্তর্বর্তী সরকার বিষয়টি ইতোমধ্যেই ইতিবাচকভাবে বিবেচনা করেছে এবং প্রধান উপদেষ্টার অনুমোদনও রয়েছে। তবে একটি প্রভাবশালী মহল এ উদ্যোগ ভেস্তে দিতে চেষ্টা করছে। তিনি দ্রুত গেজেট প্রকাশের দাবি জানান।

‎সম্মেলনে আরও বক্তব্য রাখেন নবাবপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রেবেকা সুলতানা, ঢাকা জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মজিদ, সরকারি করোনেশন বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওমর ফারুক, গাজীপুর রানী বিলাসমনি সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আসাদুজ্জামান নূরসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষক নেতৃবৃন্দ।

‎নেতৃবৃন্দ জানান, সরকারি কলেজের মতো মাধ্যমিকেও চার স্তরের একাডেমিক পদসোপান চালু করতে হবে। পাশাপাশি সহকারী শিক্ষক পদ নবম গ্রেডে উন্নীতকরণ, আঞ্চলিক উপপরিচালকের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা সংরক্ষণ এবং প্রায় ছয় হাজার শিক্ষকের বকেয়া টাইমস্কেল ও সিলেকশন গ্রেড দ্রুত মঞ্জুর করতে হবে।

‎সংবাদ সম্মেলনে ঘোষণা দেওয়া হয়, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে দাবি পূরণ না হলে ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ৬৪ জেলায় একযোগে সংবাদ সম্মেলন ও মানববন্ধন কর্মসূচি পালিত হবে। একই দিন পরবর্তী কর্মসূচিও ঘোষণা করা হবে।

মন্তব্য করুন