
নূর মোহাম্মদ জোবায়ের হোসেনঃ স্টাফ রিপোর্টার
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমির (শায়খে চরমোনাই) মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, সব জায়গায় ধোঁকাবাজি। যারা নৌকা নিয়ে নির্বাচন করে তারা নৌকা চালাতে পারে না, যারা ধান নিয়ে নির্বাচন করে তারা ধান কাটতে পারে না, যারা লাঙ্গল নিয়ে নির্বাচন করে তারা লাঙ্গল চালাতে পারে না, যারা কুড়াল নিয়ে নির্বাচন করে তারা কাঠ কাটতে পারে না। তার মানে ওদের মার্কার সাথে নিজেদের কোনও মিল নাই।
আজ রবিবার (২ নভেম্বর ২০২৫) বিকেলে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর শহরের পাট বাজারে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে পাঁচ দফা দাবিতে অনুষ্ঠিত গণসমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুফতি ফয়জুল করিম আরও বলেন, হাতপাখা মুসলমানদের প্রয়োজন, হিন্দুদের প্রয়োজন, খ্রিস্টানদের প্রয়োজন, কারণ কারেন্ট ফেল করে কিন্তু হাতপাখা ফেল করে না। এটা সবার প্রতীক, কেউ কারো মার্কা নিয়ে ঘুমায় না। নৌকা বুকে নিয়ে কেউ ঘুমায় না, ধানের শীষ বুকে নিয়ে কেউ ঘুমায় না, লাঙ্গল বুকে নিয়ে কেউ ঘুমায় না, কিন্তু ঘুমের সময় হাতপাখা বুকের মধ্যে, কলিজার মধ্যে থাকে। তার মানে হাতপাখার বিজয় হলে দেশ বিজয় হবে, হাতপাখার বিজয় হলে জাতি বিজয় হবে, হাতপাখার বিজয় হলে সমস্ত মানুষ শান্তি পাবে। সব মার্কা দেখা শেষ, হাতপাখার বাংলাদেশ।
গণ-সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে হাতপাখা মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি হাবিবুল্লাহ’র সভাপতিত্বে ও সেক্রেটারি মাও. সাঈদুর রহমান সাঈদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি এম রুহুল আমীন, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সহ-সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মোহাম্মদ মারুফ, সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইসলামী আইনজীবী পরিষদ কেন্দ্রীয় সংসদ ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত (হাতপাখা প্রতীকের) সংসদ সদস্য পদপ্রার্থী ১৪৫ ময়মনসিংহ-১ আসনে (হালুয়াঘাট-ধোবাউড়া) এডভোকেট জিল্লুর রহমান , ইসলামী আন্দোলন ময়মনসিংহ জেলা উত্তরের সভাপতি আলহাজ্ব হাদিউল ইসলাম,ইসলামী আন্দোলন ময়মনসিংহ জেলা দক্ষিণের সভাপতি মাওলানা মামুনুর রশিদ সিদ্দিকী সহ-সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ঈশ্বরগঞ্জ উপজেলা মুফতি জহির মাহমুদ আফেন্দি সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

