ঈশ্বরগঞ্জে মাদক ও সন্ত্রাসবিরোধী মামলার আসামিসহ গ্রেফতার ৬

প্রকাশিত: ১০:৪৬ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২৫

আব্দুল্লাহ জোবায়ের  (ময়মনসিংহ) প্রতিনিধি 

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক, চোরাচালান ও সন্ত্রাসবিরোধী মামলায় ৬ আসামিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার গ্রেফতারকৃদের আদালতে সোপর্দ করা হয়।

থানা পুলিশ সূত্রে জানা যায়, ঈশ্বরগঞ্জ ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ওবায়দুর রহমান নেতৃতে এসআই ফিরুজ আহমেদ ও এসআই জালাল উদ্দিন অভিযান চালিয়ে পৌরসভা ধামদী গ্রামের নূরুন্নবীর পুত্র নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সাবেক সহ-সভাপতি নূর হামীম রুশো(২০), ছাত্রলীগ কর্মী মৃত আবু সিদ্দিকের পুত্র আলিফ জাহান পার্থ (২০) ও চরনিখলা গ্রামের আকরাম হোসেনের ছেলে মারুফ মিয়া (২৫)কে সন্ত্রাসবিরোধী আইন মামলায় গ্রেফতার করা হয়।

অপরদিকে এসআই রাশেদ মোশাররফের নেতৃতে উপজেলার শিমুলতলী এলাকায় অভিযান চালিয়ে বিশেষ ক্ষমতা আইনে মাদক চোরাচালান মামলায় ১৭ পিস ভারতীয় কম্বল উদ্ধারসহ চর শিহারী গ্রামের মোঃ নূর ইসলামের পুত্র মোঃ রাফি ইসলাম (২১)কে গ্রেফতার করে। অন্যদিকে এসআই জালাল উদ্দিনের নেতৃতে অভিযান চালিয়ে উপজেলার মাইজবাগ ইউনিয়নের মাইজবাগ পাঁচপাড়া গ্রামের গেন্দু লাল রবি দাসের পুত্র রোপন রবি দাস (২৮) ও বাশহাটি গ্রামের মৃত হাশেম উদ্দিন মেম্বারের পুত্র কাজল মিয়া (২১)কে ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ওবায়দুর রহমান জানান, ময়মনসিংহ জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান পরিচালনা করে ১০ পিস ইয়াবাসহ দুইজন, ১৭ পিস ভারতীয় কম্বলসহ একজন ও সন্ত্রাসবিরোধী আইন মামলায় তিনজনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় থানা পুলিশের এ ধরনের অভিযান চলমান থাকবে।##

মন্তব্য করুন