নরসিংদীতে ধর্ষণে ব্যর্থ হয়ে শিক্ষার্থীকে কুপিয়ে জখম

প্রকাশিত: ৬:৪৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০১৯

পাবলিক ভয়েস: নরসিংদীতে একুশে ফেব্রুয়ারির প্রভাত ফেরিতে যাওয়া হলো না এক স্কুলছাত্রীর। পথে বখাটেরা তাকে ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হয়ে কুপিয়ে জখম করেছে। আজ বৃহস্পতিবার ভোরে সদর উপজেলার মহিষাশুড়া ইউনিয়নের নরসিংদী-মদনগঞ্জ সড়কের ৫নং সেতু সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আহত স্কুলছাত্রী (১৩) একই ইউনিয়নের বালুসাইর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী। তার বাড়ি একই ইউনিয়নের দামের ভাউলা গ্রামে।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই স্কুলছাত্রী জানায়, ভোর পাঁচটার দিকে সে একুশে ফেব্রুয়ারির প্রভাত ফেরিতে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। বাড়ি থেকে কিছু দূর পর্যন্ত গেলে কামারগাঁও এলাকার বখাটে শান্ত, আরিফ, আকাশ ও হৃদয়সহ ৯ জন তার গতিরোধ করে জোরপূর্বক ৫নং সেতু এলাকায় নিয়ে যায়। সেখানে তারা তাকে ধর্ষণের চেষ্টা করলে সে চিৎকার শুরু করে।

এতে ক্ষিপ্ত হয়ে বখাটেরা তাকে কুপিয়ে জখম করে। তাকে মৃত ভেবে বখাটেরা পালিয়ে যায়। পরে সড়ক দিয়ে যাওয়ার সময় এক অটোচালক তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসে। পরবর্তীতে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

আহত স্কুলছাত্রীর বাবা জানান, আমার মেয়ের এমন অবস্থার জন্য যারা দায়ি আমি সে বখাটেদের দৃষ্টান্তমূলক বিচার চাই।

জানতে চাইলে মাধবদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ অভিযুক্ত বখাটেদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।

মন্তব্য করুন