গণতন্ত্রের আপসহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মহাপ্রয়াণ- নান্দাইল সদর প্রেসক্লাবের শোক প্রকাশ

আকরাম হোসেন নান্দাইল উপজেলা প্রতিনিধিঃ
বাংলাদেশের রাজনীতির এক অবিসংবাদিত ও ঐতিহাসিক নাম, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩০ ডিসেম্বর ২০২৫) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। গুরুতর অসুস্থ হয়ে গত ২৩ নভেম্বর ২০২৫ তারিখে তাঁকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই দীর্ঘ চিকিৎসা শেষে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুর জেলায় জন্মগ্রহণ করেন বেগম খালেদা জিয়া। ১৯৮১ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পর তিনি সক্রিয় রাজনীতিতে যুক্ত হন। ১৯৮৪ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন নির্বাচিত হয়ে তিনি দেশের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করেন।স্বৈরাচারবিরোধী আন্দোলনে তাঁর নেতৃত্ব ছিল ঐতিহাসিক। ১৯৯০ সালের গণআন্দোলনের মাধ্যমে স্বৈরশাসনের পতনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। আপসহীন অবস্থান ও দৃঢ় নেতৃত্বের জন্য তিনি পরিচিত হন “আপসহীন নেত্রী” হিসেবে।১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের মাধ্যমে তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তীতে তিনি আরও দুইবার—১৯৯৬ ও ২০০১ সালে—প্রধানমন্ত্রী হিসেবে দেশ পরিচালনার দায়িত্ব পালন করেন। তাঁর নেতৃত্বে বাংলাদেশ রাজনৈতিক, অর্থনৈতিক ও আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করে।দীর্ঘ রাজনৈতিক জীবনে তাঁকে একাধিকবার কারাবরণসহ নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে। তবে অসুস্থতা ও দমন-পীড়নের মধ্যেও তিনি গণতন্ত্র ও জনগণের অধিকারের প্রশ্নে আপসহীন ছিলেন।দেশের অন্যতম প্রভাবশালী এই রাজনৈতিক নেত্রীর মৃত্যুতে দেশজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে সর্বস্তরের মানুষ তাঁর অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে।রাষ্ট্রের সাবেক প্রধানমন্ত্রী ও গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম এই সৈনিকের ইন্তেকালে জাতি হারালো এক দৃঢ়চেতা নেতৃত্বকে।নান্দাইল সদর প্রেসক্লাব এবং সকল সদস্য বৃন্দ এই মহীয়সী মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা সহ শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী ও দলীয় নেতাকর্মীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।

