গফরগাঁওয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রশিবির

প্রকাশিত: ৩:১৯ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২৫

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের গফরগাঁওয়ে এসএসসি ও দাখিল পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ইসলামী ছাত্রশিবির গফরগাঁও উপজেলা শাখা। সোমবার (১১ আগস্ট) সকাল ১০টায় উপজেলার জামতলা মোড়ে জামায়াতের উপজেলা কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসা থেকে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া দেড় শতাধিক শিক্ষার্থীকে ক্রেস্ট ও নানাবিধ উপহার দিয়ে সম্মানিত করা হয়। এসময় শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন সংগঠনের কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গফরগাঁও উপজেলা শিবির সভাপতি মনিরুজ্জামান। সঞ্চালনা করেন পাগলা থানা শিবির সভাপতি শরিফুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হারুন অর রশিদ।

বক্তব্য রাখেন গফরগাঁও উপজেলা জামায়াতের আমির মাওলানা ইসমাইল হোসেন সোহেল, পাগলা থানা জামায়াতের আমির মাওলানা ইমদাদুল হক, ময়মনসিংহ জেলা শিবির সভাপতি শরিফুল ইসলাম হামিম, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার সাবেক ভিপি ও আহত জুলাই যোদ্ধা আব্দুল্লাহ মিনহাজ, মাওলানা আশরাফুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের কৃতিত্ব শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং পরিবারের, প্রতিষ্ঠানের এবং সমাজের জন্যও গৌরবের বিষয়। তারা শিক্ষার্থীদেরকে নৈতিকতা, আদর্শ ও মানবিক গুণাবলির চর্চা অব্যাহত রাখার আহ্বান জানান। পাশাপাশি বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে আত্মনিয়োগের পরামর্শ দেন।

অনুষ্ঠান শেষে অতিথি, নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা একসঙ্গে ছবি তোলেন এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।

মন্তব্য করুন