গফরগাঁওয়ে মাদকবিরোধী সংলাপ, গ্যাং কালচার প্রতিরোধে সামাজিক আন্দোলনের ডাক

প্রকাশিত: ১১:৫১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২৫

আশরাফ আলী ফারুকী 

গফরগাঁওয়ে মাদক ও গ্যাং কালচারের ভয়াবহ বিস্তার রোধে সচেতনতামূলক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ভারইল এলাকায় বীর মুক্তিযোদ্ধা নাজমুল হকের বাড়িতে ‘স্কুল অব লিডারশীপ ইউএসএ’র উদ্যোগে এ আয়োজন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এন. এম. আবদুল্লাহ-আল-মামুন। সভাপতিত্ব করেন সংগঠনের সদস্য নাদিমুল হক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমীর সালমান রনি ও গফরগাঁও থানার অফিসার ইনচার্জ মো. বাচ্চু মিয়া। অনলাইনে যুক্ত হয়ে সংলাপের উদ্বোধন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক ড. গোলাম রব্বানী নয়ন বাঙালী।

সংলাপে অংশ নেন প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হাবিবুর রহমান কাজল, কবি ও শিক্ষক ফজলুর রহমান কামাল, সাংবাদিক মতিউর রহমান, রোবেল মাহমুদ, শাহনেওয়াজ বাচ্চু, শিক্ষার্থী নওশীনসহ স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।

সংলাপ শেষে শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে একটি সচেতনতামূলক শোভাযাত্রা বের হয়। এতে বক্তারা মাদক ও গ্যাং কালচারের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর জোর দেন।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও এন. এম. আবদুল্লাহ-আল-মামুন বলেন, “মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসন ও পুলিশ জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছে। কিন্তু কেবল প্রশাসনিক পদক্ষেপ যথেষ্ট নয়, সামাজিক সচেতনতা ও সবার সম্মিলিত উদ্যোগ ছাড়া এই অভিশাপ থেকে যুব সমাজকে বাঁচানো সম্ভব নয়।

অনুষ্ঠানে সহযোগিতা করেন বীর মুক্তিযোদ্ধা নাজমুল হক ফাউন্ডেশন। উপস্থিত অংশগ্রহণকারীরা মত দেন, এ ধরনের উদ্যোগ শুধু মাদক ও গ্যাং কালচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে নয়, বরং সুনাগরিক তৈরি, গণসচেতনতা বৃদ্ধি এবং নেতৃত্ব গড়ে তুলতেও বড় ভূমিকা রাখবে।

মন্তব্য করুন