

আশরাফ আলী ফারুকী
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর বহিরাগতদের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ জেলা দক্ষিণ শাখা।
সংগঠনের সভাপতি আব্দুল্লাহ আল মামুন ও সাধারণ সম্পাদক মুহাম্মদ রাফি আলম সোমবার (১ সেপ্টেম্বর) এক যৌথ বিবৃতিতে বলেন, শিক্ষার্থীদের ন্যায্য দাবি উপেক্ষা করে রাতে বহিরাগতদের দিয়ে হামলা চালানো হয়েছে, যা অগ্রহণযোগ্য।
নেতৃবৃন্দ জানান, ডিভিএম ও এনিমেল হাসবেন্ডারী ডিপার্টমেন্টকে একত্রে করার দাবিতে শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছে। এ নিয়ে গতকাল বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সমাধান দেয়ার কথা থাকলেও তা না করে টালবাহানা করা হয়। এতে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে ভিসিসহ বিভিন্ন শিক্ষকদের অবরুদ্ধ করে রাখে এবং আন্দোলন চালিয়ে যায়। পরে কিছু শিক্ষকের ইন্ধনে বহিরাগতদের ক্যাম্পাসে এনে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চালানো হয়।
বার্তা প্রেরক তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক নূর হোসেন মাহমুদের স্বাক্ষরিত, বিবৃতিতে ইসলামী ছাত্র আন্দোলনের নেতারা বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক দাবি দ্রুত মেনে নিতে হবে এবং হামলাকারীদের বিচারের আওতায় আনতে হবে। তারা আরও সতর্ক করে বলেন, শিক্ষার্থীদের দাবি উপেক্ষা করে যদি বৈষম্যমূলক আচরণ চালানো হয় তবে এই আন্দোলন শুধু ক্যাম্পাসেই সীমাবদ্ধ থাকবে না, বরং সারা দেশে ছড়িয়ে পড়বে।