
আনোয়ার হুসাইন(স্টাফ রিপোর্টার)
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই বলেছেন, দেশ-জাতির স্বার্থে যে কোন পরিস্থিতি মোকাবিলায় সকলকে প্রস্তুত থাকতে হবে। তিনশ আসনেই আমাদের সর্বাত্মক দাওয়াতি কার্যক্রম চালিয়ে যেতে হবে। সমঝোতা৷ স্বার্থে কোন আসন ছাড়তে হলেও সেই আসনে কাজের স্পৃহা ও গতি পুর্ণমাত্রায় ধরে রাখতে হবে।
আজ ২৬ ডিসেম্বর, শুক্রবার পুরানা পল্টনের পুষ্পধাম মিলনায়তনে আয়োজিত ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থীদের মাঝে মনোনয়নপত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য পীর সাহেব চরমোনাই এসব মন্তব্য করেন।
পীর সাহেব চরমোনাই বলেন, শহীদ ওসমান হাদী হত্যার সাথে জড়িতদের এখনো গ্রেফতার করা হয় নাই, আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরো অবনতির দিকে যাচ্ছে। এর প্রতিবাদে এবং জুলাই সনদের পক্ষে জনমত সৃষ্টির লক্ষে আগামী ৯ জানুয়ারি ঢাকায় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
মনোনয়ন প্রদান অনুষ্ঠানে দলের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ,প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্মমহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সহকারী মহাসচিব মাওলানা আহমদ আব্দুল কাইয়ুমসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

