ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ৯৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার ‎

প্রকাশিত: ৫:৫৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২৫

‎আশরাফ আলী ফারুকী :

ময়মনসিংহের ভালুকা থানার ঢালী ভবনের বিপরীতে সোমবার ২৯ ডিসেম্বর ২০২৫ খ্রিঃ সদর কোম্পানি, র‌্যাব-১৪ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মিনি কাভার্ড ভ্যানসহ মাদক কারবারি মোঃ রাজা মোল্লা (৩৪)কে গ্রেফতার করেছে। ধৃত ব্যক্তি মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার বাসিন্দা।

‎র‌্যাব সূত্র জানায়, চেকপোস্টে ভ্যানটি আটক করে জিজ্ঞাসাবাদ করলে রাজা মোল্লা স্বীকার করেন ভ্যানের মধ্যে ৯৬ কেজি গাঁজা রয়েছে। পরবর্তীতে তার নির্দেশনা অনুযায়ী ভ্যান থেকে অবৈধ মাদক উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য ১৯,২০,০০০ টাকা। এছাড়া অভিযানে ব্যবহার হওয়া মিনি কাভার্ড ভ্যান ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

‎মাদক কারবারির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে উদ্ধারকৃত আলামতসহ ময়মনসিংহ জেলার ভালুকা থানায় হস্তান্তর করা হয়েছে। স্থানীয় সূত্র জানায়, এ ধরনের বড় পরিমাণের মাদক ক্রয়-বিক্রয় চক্রে নিয়মিত নজরদারি চালানো হচ্ছে।

মন্তব্য করুন