

বুধবার শেষ বিকেলে চট্টগ্রামের সন্দ্বীপে পৌঁছেছেন হেফাজত ইসলামের আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী।
বিকাল সাড়ে ৫টায় তিনি দক্ষিণ পূর্ব সন্দ্বীপ হাই স্কুল মাঠে হেলিকপ্টার থেকে অবতরণ করেন। এ সময় ওই এলাকার (সারিকাইত)পাকা মসজিদ সংলগ্ন মাদরাসার শিক্ষকরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, এ মাদরাসা কর্তৃক আয়োজিত আজকের (বুধবার) ওয়াজ মাহফিলে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। সীমিতভাবে প্রচারণা করা হলেও বাবুনগরীর আগমনের নিশ্চয়তা নিয়ে সংশয় ছিল বলে জানান মাহফিলে উপস্থিত বিভিন্ন ব্যক্তি।
প্রশাসন থেকে এ মাহফিলের অনুমতি নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। রাত ১০টার পরে জুনায়েদ বাবুনগরীর মাহফিলে বক্তব্য রাখার কথা ছিল।