

নবীগঞ্জ খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। উক্ত মাদ্রাসার সভাপতি ইউকে’র বিশিষ্ট ব্যবসায়ী ও এনায়েত খান মহিলা কলেজের প্রতিষ্ঠাতা এনায়েতুর রহমান খান, প্রবাসী কমিউনিটি নেতা মোতাহার চৌধুরী, কানাডা প্রবাসী মিসেস এম আর চৌধুরী ও আফফান চৌধুরীর উদ্যোগে ও সহায়তায় বুধবার সকালে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র এনায়েত খান মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর তোফাজ্জল ইসলাম চৌধুরী।
শায়খুল হাদীস মাওলানা ইসমাইল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পেকট্রাম বাংলা রেডিও এবং অনলাইন টিভি লন্ডনের পরিচালক বিশিষ্ট সাংবাদিক মিছবাহ জামাল, ইউকে কমিউনিটি নেতা শামীম চৌধুরী, হাফেজ মাওলানা আব্দুল্লাহ নেজামি, মুফতি সিদ্দিকুর রহমান, মুফতি আবু ইউসুফ চৌধুরী, সাংবাদিক ফখরুল আহসান চৌধুরী,আব্দুল হাই খান, সিরাজুল ইসলাম, ফারুক মিয়া, তৌহিদুল ইসলাম চৌধুরী, এলাইছ মিয়া এবং আফজাল হোসেন প্রমুখ।
উল্লেখ্য, নবীগঞ্জ খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসা আলহাজ্ব আব্দুর রহমান খান প্রতিষ্ঠা করেন।