বাঁচতে চায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অন্তর

প্রকাশিত: ৭:৪৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০২০

কুবি প্রতিনিধি: অন্তর সাহা, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের শিক্ষার্থী। দুইটা কিডনি অকেজো অবস্থায়ই ভর্তি হয়েছিলেন তিন বছর আগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে। গোপন রেখেছিলেন নিজের ভয়ংকর ব্যাধির কথা। বর্তমানে প্রায় বিকল অবস্থায় আছে তার দুইটা কিডনি।

চলতি বছরের অক্টোবর মাস থেকে ঢাকা কিডনি ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউটে চলছে নিয়মিত ডায়ালাইসিস। কিন্তু হাসপাতালে টাকার অভাবে কিডনি ট্রান্সপ্লান্ট করতে পারছেন না।

সুস্থ ভাবে বাঁচতে হলে একমাসের ভিতরে করতে হবে কিডনি ট্রান্সপ্লান্ট। চিকিৎসায় প্রয়োজন প্রায় ৩০-৩৫ লাখ টাকা।

অন্তরের মা কান্না বিজড়িত কন্ঠে বলেন, পারিবারিক দিক থেকে অন্তর বাবাহীন। অন্তরের একমাত্র অবলম্বন শুধুই তিনি। একটি কেজি স্কুলে করেন শিক্ষকতা। এই স্বল্প অর্থে হয়তো পারবেনা তার ছেলেকে বাঁচাতে। চাইলেন সকলের সহযোগীতা।

অন্তরের কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে। এদিকে হাসপাতালের বকেয়া, ওষুধপত্র বাবদ আরও প্রয়োজন ৩০ থেকে ৩৫ লাখ টাকা। এত পরিমাণ অর্থ তার পরিবার কিংবা সহপাঠীদের জন্য যোগাড় করা প্রায় দুঃসাধ্য।

নিজ নিজ অবস্থান থেকে আপনার একটু সহযোগিতায় ফিরিয়ে আনতে পারে একটি প্রাণোচ্ছল তরুণ প্রাণ।

সাহায্য পাঠানোর ঠিকানাঃ

বিকাশ(পার্সোনাল): ০১৬২২-৬৭৬৮৬৮
রকেট: ০১৬২২-৬৭৬৮৬৮
নগদ: ০১৬২২-৬৭৬৮৬৮
জনতা ব্যাংক অ্যাকাউন্ট: ১০০০২২৭৭২৫৭

মন্তব্য করুন