

মোঃ আল আমীন, ঢাবি প্রতিনিধিঃ পরীক্ষা নেওয়ার পূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেয়ার দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাঁদের এই আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করেছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতা-কর্মীরা।
শুক্রবার (১১ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীসহ পরীক্ষার্থীরাও অংশ নেন।
মানববন্ধনের বক্তারা বলেন, হল বন্ধ রেখে যে পরীক্ষা পদ্ধতির কথা বলা হচ্ছে সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মানতে পারেনা। কারণ দেশের প্রত্যান্ত অঞ্চল থেকে পড়তে আসা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের হল ছাড়া থাকার কোন নিরাপদ আবাসন নেই।
তারা বলেন, এসব শিক্ষার্থীদের থাকার একমাত্র জায়গা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের হলগুলো। পরীক্ষার্থীদের নিরাপদ আবাসন ব্যবস্থার কথা মাথায় রেখে স্বাস্থ্যবিধি মেনে হলগুলো খুলে দেয়ার দাবি জানাচ্ছি।
বক্তারা আরো বলেন, যেহেতু বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষ এবং মাস্টার্সের শিক্ষার্থীদের পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়েছে, সেহেতু বলাই যায় পরীক্ষার্থীদের সংখ্যা তুলনামূলক বেশি হবে না। সুতরাং, এসব শিক্ষার্থীরা সামাজিকভাবে যথেষ্ট সচেতন এবং তারা তাদের নিজেদের নিরাপত্তার বিষয়টি ভালোভাবেই বোঝে। এসব শিক্ষার্থীদের জন্য হলগুলো খুলে দিলে তারা নিজেদের মত করে স্বাস্থ্যবিধি মেনে অবস্থান করে পরীক্ষা দিতে পারবে।
উল্লেখ্য,এর আগে গতকাল বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের এক সভায় অনার্স শেষবর্ষ ও মাস্টার্স-এর পরীক্ষাসমূহ স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে আগামী ২৬ ডিসেম্বর থেকে অনুষ্ঠিত হবে বলা জানানো হয়েছে। শিক্ষার্থীরা নিজ নিজ বিভাগ/ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট পরীক্ষার সময়সূচি জানতে পারবে। শিক্ষার্থীদের সুবিধার্থে প্রয়োজনে পরীক্ষাসমূহ তুলনামূলক কম বিরতিতে বা একইদিনে দুটি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময়কাল হবে বিদ্যমান নির্ধারিত সময়ের অর্ধেক। একইভাবে ল্যাব-কেন্দ্রিক ব্যবহারিক পরীক্ষাসমূহ নেয়া হবে।
এন.এইচ/