

২০১৮ খ্রিষ্টাব্দের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৫৫ হাজার প্রার্থীকে প্যানেল করে নিয়োগের দাবিতে কাফনের কাপড় নিয়ে আমরণ অনশন শুরু করেছেন নিয়োগ প্রত্যাশীরা।
জাতীয় প্রেসক্লাবের সামনে রোববার (২৫ অক্টোবর) অনশন কর্মসূচি পালন করছেন প্রাথমিক শিক্ষক নিয়োগ প্যানেলপ্রত্যাশীরা।
গত ১১ অক্টোবর থেকেই জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছিলেন তারা। সে হিসেবে গত ছয় দিন ধরে আমরণ কর্মসূচি পালন করে যাচ্ছেন প্রাথমিক শিক্ষক নিয়োগ প্যানেলপ্রত্যাশীরা। চাকরিতে নিয়োগের দাবিতে গত ১০ মাস ধরে নানাভাবে আন্দোলন করছেন তারা। যৌক্তিক দাবি পূরণ করে বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি দিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন আন্দোলনকারীরা।
অনশনরত প্রার্থীরা বলেন, ২০১৮ খ্রিষ্টাব্দের প্রাথমিক শিক্ষক নিয়োগে প্রথম সারাদেশ থেকে প্রায় ২৪ লাখ পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। তাদের মধ্য হতে ৫৫ হাজার ২৯৫ জন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়, যা মোট প্রার্থীর মাত্র ২ দশমিক ৩ শতাংশ। যা থেকে বোঝা যায়, যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারা সবাই মেধাবী। তাই, মুজিববর্ষে প্যানেল করে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী প্রার্থীদের নিয়োগের দাবি জানাচ্ছি।
দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান নিয়োগপ্রত্যাশীরা।
ওয়াইপি/পাবলিক ভয়েস