ধর্ষনের প্রতিবাদে বর্ণমালা উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

প্রকাশিত: ১১:৩৮ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০২০

রাজধানী যাত্রাবাড়ি শনিআখড়া বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজ এর সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের উদ্যোগে দেশব্যাপি নারী ও শিশু ধর্ষণ বন্ধ ও ন্যায়বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।   

বৃহস্পতিবার বিকালে দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সামনে ঢাকা- চট্রগ্রাম মহাসড়কে শিক্ষার্থীরা এ  বিক্ষোভ মিছিল করে ।

বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ শাখার সাধারণ সম্পাদক ও  বর্ণমালা স্কুলের সাবেক ছাত্র মোঃ সম্রাট হোসেন সুমন, আরিফুল ইসলাম আরিফ, হাসনাইন, নুসরাত, রিয়া সহ শিক্ষার্থীবৃন্দ।

বিক্ষোভ মিছিলে বক্তারা বলেন,  শুধু আইন সংশোধন করলে হবেনা তার উপযুক্ত ব্যবস্থা গ্রহন করতে হবে।  এবং প্রত্যেকটা ধর্ষককে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দেয়ার জোর দাবি জানান।

ওয়াইপি/পাবলিক ভয়েস

মন্তব্য করুন