
করোনাভাইরাসে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীসহ পরিবারের ৪ সদস্য আক্রান্ত হয়েছেন। কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়া গ্রামে নিজ বাসায় থাকা অবস্থায় তিনি করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। করোনা আক্রান্ত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ৩য় বর্ষের ছাত্র।
করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করে ওই শিক্ষার্থী বলেন, কয়েক দিন আগে ডিএমপিতে কর্মরত পুলিশ সদস্য আমার মামা আমাদের বাসায় এসেছিলেন । তিনি করোনা আক্রান্ত হওয়ার খবর শোনার পর আমাদের পরিবারের সবাই স্বাস্থ্য পরীক্ষা করি। গতকাল আমরা জানতে পারি, পরিবারের ৫ জনেরই ফলাফল পজেটিভ এসেছে। তবে এখনও কেউ গুরুতর অসুস্থ নয়। আমাদের বাসা লকডাউন করা হয়েছে। আমরা সবাই এখন বাসায় অবস্থান করছি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. ফরহাদ হোসাইন বলেন, বিষয়টি আমি অবগত নই। করোনা আক্রান্ত শিক্ষার্থী আমাদের সঙ্গে এখনও যোগাযোগ করেনি। কোনো প্রয়োজনে যোগাযোগ করলে আমরা তখন সাহায্য করার চেষ্টা করবো।

