
বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে দেশব্যাপী বই উৎসব হচ্ছে প্রতি বছর।
এবার সেই আদলে বগুড়ার শিবগঞ্জে খাতা উৎসব শুরু করলেন পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক। তিনি পৌর এলাকায় সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে খাতা তুলে দেওয়ার উদ্যোগ নিয়েছেন। প্রত্যেক শিক্ষার্থীকে বছরের শুরুতেই দুটি করে খাতা উপহার দিয়ে তাদের লেখাপড়ায় উৎসাহিত করার এই কার্যক্রম শুরু হয়েছে শনিবার।
সকালে শিবগঞ্জ উপজেলা সদরের পাইলট বালিকা উচ্চবিদ্যালয় ও বানাইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দেড় হাজার শিক্ষার্থীর মাঝে প্রথম দিন খাতা প্রদান করা হয়। এ উপলক্ষে বিতরণ উৎসবের আয়োজন করা হয় পাইলট বালিকা উচ্চবিদ্যালয় মাঠে।
তৌহিদুর রহমান মানিকের সভাপতিত্বে উৎসবে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবির।
বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল ইসলাম প্রমুখ।
ওয়াইপি/

