
শুভ ইংরেজি নববর্ষ ২০২০!
আজ পহেলা জানুয়ারী ৷ আজ থেকে শুরু নতুন বছরের সূচনা৷ নতুন বছরকে স্বাগত জানিয়ে কেক কেটে সেলিব্রেশন করে দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ বিতর্ক ক্লাবের বিতার্কিকগণ৷
২০১৯কে বিদায় জানিয়ে ২০কে বিতর্ক ক্লাবের জন্য চ্যালেন্জিং বছর হিসাবে ঘোষনা দেন বিতর্ক ক্লাবের নেতৃবৃন্দ৷
পিছনের ভুল থেকে শিক্ষা গ্রহন করে ভালো গুলোকে অনুসরণের মাধ্যমে নতুনত্বভাবে ভালো কিছু করার প্রতিজ্ঞাবদ্ধ হয়ে নতুন পথ চলার সূচনা৷
কেক কেটে নতুন বছর উদযাপন প্রোগ্রামে উপস্থিত ছিলেন দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং বিতর্ক ক্লাবের সম্মানিত প্রধান উপদেষ্টা জনাবা সায়রা বেগম ম্যাম, গভর্ণিং বডির সদস্য আবুল কাশেম পাটোয়ারী , দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান এবং বিতর্ক ক্লাবের সম্মানিত মডারেটর জনাব সমীর হোসেন স্যার সহ বিতর্ক ক্লাবের বিতার্কিকরা উপস্থিত ছিলেন৷

