
মালয়েশিয়ার অন্যতম বৃহৎ বিশ্ববিদ্যালয় মাসা ইউনিভার্সিটির ‘স্টুডেন্ট রিপ্রেজেন্টিটিভ কাউন্সিল’ (এসআরসি) নির্বাচনে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশের শিক্ষার্থী বশির ইবনে জাফর।
জানা গেছে, দেশটির প্রধান প্রধান বিশ্ববিদ্যালয়গুলোতে ডাকসুর মতো স্টুডেন্ট রিপ্রেজেন্টিটিভ কাউন্সিল (এসআরসি) নির্বাচনের আয়োজন করা হয়। স্থানীয় শিক্ষার্থীদের জন্য প্রেসিডেন্ট পদটি সংরক্ষিত রেখে বাকি আরও ৮ টি পদ নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই এসআরসি নির্বাচনের আয়োজন করে। এসময় পুরো দেশজুরেই আলোচনায় থাকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের এই নির্বাচন।
২০২০ সেশনের জন্য অনুষ্ঠিত হতে যাওয়া এ নির্বাচনে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বশিরসহ আরও ৭ জন। প্রেসিডেন্ট ও ভিপি ছাড়াও অন্যান্য পদগুলোর মধ্যে রয়েছে সেক্রেটারি, কোষাধ্যক্ষ, কল্যাণ ব্যুরো, ক্রীড়া ও বিনোদন ব্যুরো, সাংস্কৃতিক ব্যুরো, একাডেমিক ব্যুরো ও আন্তর্জাতিক শিক্ষার্থী ব্যুরো।
বিশ্ববিদ্যালয়টির প্রকৌশল বিভাগে অধ্যয়নরত বশির ইবনে জাফর বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার কৃতি সন্তান। মাদরাসায় পড়াশোনার পাশাপাশি স্কুল এবং কলেজ পাস করা এ শিক্ষার্থী কুরআনের হাফেজ।
জানা গেছে, রাজধানীর দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাসের পর স্কলারশিপে মালয়েশিয়ায় পড়াশোনার করতে যান এ কৃতি শিক্ষার্থী।
আগামী ৩-৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এ নির্বাচন। অনলাইন ভোটের মাধ্যমে ভোট গ্রহণের পর ৯ ডিসেম্বর প্রকাশ করা হবে এ নির্বাচনের ফলাফল।
এবিষয়ে বশির পাবলিক ভয়েসকে বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের ভিপির দায়িত্বপালন মোটেও সহজ কাজ নয়। কিস্তু আমি বরাবরই চ্যালেঞ্জ নিতে পছন্দ করি। সেই জায়গা থেকে আমি দৃঢ় বিশ্বাস রাখি এ নির্বাচনে অংশ গ্রহণের মাধ্যমে আমি সর্বোচ্চ নিয়মতান্ত্রিকতা প্রদর্শন করে নির্বাচিত হয়ে আমার দায়িত্ব যথাযথ পালন করবো। তাছাড়া আমার ওপর আমার সহপাঠীদের অনেক দায়িত্ব রয়েছে। সেই বিষয়টি মাথায় রেখে এই নির্বাচনকে আমার নিজের এবং আমার দেশের মান বজায় ও দক্ষতা প্রদর্শনের সুযোগ হিসেবে দেখছি।
আই.এ/

