

ঘূর্ণিঝড় বুলবুল এর প্রভাবে আগামীকাল শনিবারের অনুষ্ঠিতব্য জেএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত পরীক্ষা আগামী ১২ নভেম্বর একই সময়ে অনুষ্ঠিত হবে। শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের।
এদিকে ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবিলায় দেশের ঘূর্ণিঝড়প্রবণ ১৩ জেলার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। ঘূর্ণিঝড় মোকাবিলায় নাগরিকদের নিরবচ্ছিন্ন সহযোগিতা করার জন্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।
পায়রা ও মংলা বন্দরের জন্য ৭ নম্বর বিপদ সংকেত, চট্টগ্রামের জন্য ৬ নম্বর বিপদ সংকেত এবং কক্সবাজারের জন্য ৪ নম্বর হুশিয়ারি সংকেত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এদিকে ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবিলায় সরকার সব ধরনের প্রস্তুতি নিয়েছে। এরইমধ্যে সংশ্লিষ্ট ২২টি মন্ত্রলণালয়ের কর্মকর্তা ও কর্মচারীসহ জেলা-উপজেলা পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। শনিবার (০৯ নভেম্বর) সন্ধ্যা থেকে মধ্য রাত পর্যন্ত যেকোনো সময় ঘূর্ণিঝড় ‘বুলবুল’ আঘাত হানতে পারে।
আই.এ/পাবলিক ভয়েস