মেসেঞ্জারে যৌন নিপিড়নের অভিযোগে জুতাপেটা করে পুলিশে দিলো ঢাবি শিক্ষার্থীকে

প্রকাশিত: ৩:০৭ অপরাহ্ণ, জুলাই ৬, ২০১৯

এম ওমর ফারুক আজাদ :

ফেসবুকে মেয়েদের উত্ত্যক্ত ও যৌন নিপীড়িনের অভিযোগ তুলে ভূক্তভোগী এক ছাত্রী প্রকাশ্যে জুতাপেটা করে পুলিশে দিলেন আব্দুল ওয়াহেদ নামের এক ঢাবি শিক্ষার্থীকে। আজ শনিবার দুপুরে অভিযুক্ত শিক্ষার্থীকে ধরে পুলিশে দিয়েছে ভুক্তভোগী এক ছাত্রী।

জানা যায়, আব্দুল ওয়াহেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ছাত্র। তিনি ঢাবির সূর্যসেন হলে থাকেন।

অভিযুক্ত নারী বলেন, এই ছেলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন মেয়েদের ফেসবুক আইডি নিয়ে মেসেঞ্জারে তাদের উত্যাক্ত করে আসছিলো। পাশাপাশি অপরিচিত মেয়েদের সঙ্গে মেসেজিং এবং তা ফেসবুকে ছড়িয়ে দেওয়ার কাজও করতো সে। আজ শনিবার সে পুলিশের হাতে আটক হয়েছে। আটকের সময় ভূক্তভোগী এক ছাত্রীকে নিজের জুতা খুলে পেটাতে দেখা গেছে।

মাহমুদ নামে ঢাবির ইতিহাস বিভাগের এক ছাত্র অভিযোগ করে বলেন, ছাত্রটি এর আগে মেয়েদের সঙ্গে আপত্তিকর ভাষায় কথা বলে তা ফেসবুকে আপলোড করেছে। কাজকর্মে তাকে কিছুটা মানসিক অসুস্থ বলেও মনে হয়, তবে তা স্বীকৃত না। ইতোপূর্বে সে আত্মহত্যা করবে জানিয়েও ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল।

ভুক্তভোগী বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ খুলনা বিভাগের “যুগ্ম আহবায়ক” তামান্না ফেরদৌস শিখা বেশ কিছুদিন ধরে সোস্যাল মিডিয়া ফেসবুকে ওয়াহেদের কুকীর্তি নিয়ে লিখে আসছেন। তামান্নার দেয়া স্কীনশটে দেখা যায় আব্দুল ওয়াহেদ বেশ কিছুদিন ধরে মেসেঞ্জারে তাকে কখনো প্রেমের প্রস্তাব,কখনো যৌন ইঙ্গিতমূলক কথা কিংবা কখনো ফেসবুক একাউন্ট হ্যাক করার হুমকি দিয়ে আসছিলেন। এছাড়াও যেসব মেয়ে তার কু প্রস্তাবে সাড়া দেয় না তাদেরকে মানসিকভাবে অসুস্থ উল্লেখ করে নিজের টাইমলাইনে আজেবাজে মন্তব্য করতেন অভিযুক্ত আব্দুল ওয়াহেদ।

এ ব্যাপারে নীলক্ষেত পুলিশ ফাড়ির এস আই সাহেব আলী বলেন, তাকে এখন ফাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে, যেহেতু সে বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাই প্রক্টরের সাথে কথা বলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন