হাতুড়িপেটার শিকার স্কুলছাত্রীর চিকিৎসার ভার নিলেন মাশরাফি

প্রকাশিত: ১১:১৬ পূর্বাহ্ণ, মে ২৮, ২০১৯

বখাটের হাতুড়িপেটার শিকার স্কুলছাত্রীর চিকিৎসার ভার নিয়েছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক এবং সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা। শুধু চিকিৎসার ব্যয়ভারই নয়, ওই ছাত্রীকে আইনি সহায়তা দেওয়ার কথাও জানিয়েছেন ম্যাশ।

মাশরাফি বর্তমানে বিশ্বকাপের জন্য লন্ডনে অবস্থান করছেন। সেখানে বসেই তিনি ওই স্কুলছাত্রীর ওপর হামলার খবর জানতে পারেন। লন্ডন থেকেই বিভিন্ন মাধ্যমে ওই ছাত্রীর খবর নিচ্ছেন মাশরাফি। তার অর্থায়নে ইতিমধ্যেই আহত ছাত্রীর ওষুধপত্র কিনে দেওয়া হয়েছে।

মাশরাফির সমাজসেবা বিষয়ক প্রতিনিধি মো. রাসেল বিল্লাহ জানান, মাশরাফি সার্বক্ষণিকভাবে আহত ছাত্রীর খোঁজ খবর রাখছেন। চিকিৎসার যাবতীয় ব্যয়ও তিনিই বহন করবেন। এছাড়া আইনগত সহায়তার জন্য যা কিছু প্রয়োজন তার সবকিছুই তিনি করবেন।

প্রসঙ্গত, গত শনিবার ভোরে লোহাগাড়ায় দুই বখাটের হাতুড়িপেটায় গুরুতর আহত হয় ওই স্কুল ছাত্রী। বর্তমানে নড়াইল সদর হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। ছাত্রীর বাবা শনিবার রাতেই হামলাকারী ওবায়দুর রহমান (২০) ও কাবুল জমাদ্দারের (২৫) বিরুদ্ধে লোহাগড়া থানায় মামলা করেছেন বলে জানা গেছে।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন