

দেশের পিছিয়ে পড়া ডিজাইনারদের কাজের সুবিধার্তে “গ্রাফিক রিজার্ভ” নামের নতুন মার্কেটপ্লেস নিয়ে এলো ক্রিয়েটিভ ক্লেন। ঢাকা সেনানিবাসের ক্যাফে এন্ড বোট ক্লাবে আয়োজিত মিটআপ ও ইফতার মাহফিলে এর উদ্বোধন করেন ক্রিয়েটিভ ক্লেনের কর্ণধার আবু নাছের।
উদ্বোধনকালে সেখানে উপস্থিত ছিলেন ন্যাশনাল ফ্রিলেন্স এওয়ার্ড ২০১৯ বিজয়ী ডিজাইনাররা এবং ইউটিউবে লার্ণ উইথ সোহাগ চ্যানেলর সোহাগ হোসেন, গ্রাফিক স্কুল চ্যানেলের মোহাম্মাদ রাছেল, এবং গ্রাফিক ডিজাইন লাইভ ক্লাসের আনিসুর রাহমান এর মত জনপ্রিয় ডিজাইনারগন।
“গ্রাফিক রিজার্ভ” এর প্রতিষ্ঠাতা আবু নাছের বলেন “এ ওয়েবেসাইটের মাধ্যমে ডিজাইনাররা বিভিন্ন ধরণের ডিজাইন ট্যামপ্লেট এবং ফ্রন্ট কেনা বেচা করতে পারবেন। যা দেশের ডিজাইনারদের জন্যে নতুন সম্ভাবনার দার উন্মোচিত করবে এবং দেশীয় এবং আন্তর্জাতিক উভয় প্লাটফর্মের জন্যে ডিজাইন টেম্পলেট বিক্রি করার মাধ্যমে তারা নিজেদের ফ্রিল্যান্সিং ক্যারিয়ার মজবুত করতে পারবেন”।
যে সকল বাংলাদেশী ডিজাইনাররা পেমেন্ট গেটওয়ে সমস্যাসহ বিভিন্ন প্রতিকুল পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে সমূহে নিজেদের অবস্থান তৈরি করতে পারছিলেন না, গ্রাফিক রিজার্ভের মাধ্যমে তাদের ভবিষ্যৎ গড়া সহজ হবে বলে মনে করেন গ্রাফিক স্কুল চ্যানেলের পরিচালক মোহাম্মদ রাসেল।
গ্রাফিক রিজার্ভ এর পাশাপাশি ডিজাইনারদের ফ্রি অনলাইন প্রশিক্ষন এবং ওয়েবসাইট ব্যবহারে সকল নিয়ম বাংলা ভিডিও আকারে প্রকাশ করে ক্রিয়েটিভ ক্লেন। যার ফলে ইংরেজি কম জানা ডিজাইনাররাও অন্তর্জাতিক বাজারে তাদের সৃজনশীল কাজ ছড়িয়ে দিতে পারবেন।
আগ্রহী ডিজাইনাররা (graphicreserve.com) এই ঠিকানায় গিয়ে নিবন্ধন করতে পারবেন।
জিআরএস/পাবলিক ভয়েস