

মুজাহিদ, মেহেরপুর: মেহেরপুর জেলায় বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস-২০১৯ এবং বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপনের প্রথম বছর উপলক্ষ্যে আয়োজিত ‘‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ আমাদের গর্ব” বিষয়ক জেলা পর্যায়ের রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে গাংনী উপজেলার জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী মাহফুজা আক্তার মিম।
গতকাল শনিবার (১৮মে) সকাল সাড়ে ১০টায় মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে জেলা প্রশাসক মো: আতাউল গনির হাত থেকে মাহফুজা আক্তার মিম সম্মাননা পুরষ্কার গ্রহণ করে।
পুরস্কার পেয়ে মিম তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলে- এ অর্জনের পিছনে অবদান আমার স্কুলের শিক্ষক মন্ডলী, সহপাঠী ও পরিবারের সদস্যদের, যারা আমাকে সবসময় উৎসাহ ও প্রেরণা যুগিয়েছেন। বড় হয়ে মিম প্রশাসনে বিসিএস ক্যাডার হতে চায়।
এ সময় উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মো. ইবাদত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক তৌফিকুর রহমান, সহকারী কমিশনার ও এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রকিবুল হাসান এছাড়াও উপস্থিত ছিলেন জোড় পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সাব্বির হোসেন সোহাগ প্রমুখ।
প্রতিযোগিতায় মেহেরপুর জেলার মধ্যে জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী প্রথম হওয়ায় মাহফুজা আক্তার মিম কে অভিনন্দন জানান সাহারবাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক। স্কুলের শিক্ষক মন্ডলী, ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীরা মিমের এ অর্জনে অত্যন্ত আনন্দিত বলে প্রধান শিক্ষক মো. হাসান নূরানী জানান।
প্রসঙ্গত, মাহফুজা আক্তার মিম গাংনী উপজেলার জোড়পুকুরিয়া গ্রামের রিয়াজুল ইসলামের মেয়ে।