জয়পুরহাটে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

প্রকাশিত: ৯:৫২ পূর্বাহ্ণ, এপ্রিল ২৬, ২০১৯

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বিনাই পাচঁখুপি গ্রামে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ধর্ষক রাব্বি হোসেনকে আটক করেছে পুলিশ।

গকাতল বৃহস্পতিবার রাতে নিজ বাড়ি থেকে ধর্ষককে আটক করা হয়। রাব্বি হোসেন বিনাই পাচঁখুপি গ্রামের বজলু রহমানের ছেলে।

কালাই থানা পুলিশের ওসি (তদন্ত) শাহারিয়ার খান জানান, গত বুধবার রাতে ক্ষেতলাল উপজেলার বিনাই পাচঁখুপি গ্রামে বাড়িতে কেউ না থাকার সুযোগে রাব্বি হোসেন ওই ছাত্রীটিকে জোরপূর্বক তার নিজের বাড়িতে নিয়ে যায়। পরে সেখানে মেয়েটিকে ধর্ষণ করে।

এদিকে মেয়েকে বাড়িতে না পেয়ে রাতে তার মা খোঁজাখুঁজি করে। পরে বৃহস্পতিবার সকালে ওই গ্রামের একটি রাস্তার পাঁশে তাকে আহত অবস্থায় প্রতিবেশীরা উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করে। গতকাল বৃহস্পতিবার রাতে মেয়েটির মা বাদী হয়ে থানায় অভিযোগ করলে রাতেই রাব্বি হোসেনকে আটক করে পুলিশ।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন