
এছাড়াও আরবি বিভাগের শিক্ষকদের পদোন্নতিসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়
বিশ্বের অন্যতম প্রধান ইসলামী বিদ্যাপীঠ ভারতের দারুল উলুম দেওবন্দেনতুন শিক্ষা সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মুফতী খুরশিদ আনওয়ার কাসেমী ।
গত ২৩ এপ্রিল দারুল উলুম দেওবন্দের মজলিসে শুরার বাৎসরিক বৈঠকে মুফতী খুরশিদ আনওয়ার কাসেমীকে এই পদে নিয়োগ দেয়া হয়। এর আগে গত দুই বছর ধরে এই পদে ভারপ্রাপ্ত দায়িত্বে ছিলেন মাওলানা আফজাল হুসাইন কাইমুরী।
বৈঠকে নতুন শিক্ষা সচিব নিয়োগ ছাড়াও মজলিসে শুরার বাৎসরিক এ বৈঠকে নতুন শিক্ষক নিয়োগ এবং আরবি বিভাগের শিক্ষকদের পদোন্নতিসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
বৈঠকে দারুল উলুম দেওবন্দের মুহতামিম মাওলানা মুফতি আবুল কাসেম নোমানী, শাইখুল হাদিস মুফতী সাইদ আহমাদ পালনপুরী, মাওলানা আবদুল আলিম ফারুকি, মাওলানা ইশতিয়াক মুজাফফারপুরি, হাকিম কালিমুল্লাহ আলিগড়ি, মাওলানা রহমাতুল্লাহ কাশ্মীরি প্রুমখ উপস্থিত ছিলেন।

