

বেফাকের ৪২ তম কেন্দ্রীয় পরীক্ষার শুরু থেকে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে। এক পর্যায়ে বেফাক কর্তৃপক্ষ পরীক্ষা স্থগিত ঘোষণা করে।
পরীক্ষার বাতিল করার পর পনুপরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে বেফাক কর্তৃপক্ষ। আগামী ২৩ এপ্রিল (মঙ্গলবার) থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা চলবে ৩০ এপ্রিল (মঙ্গলবার) পর্যন্ত।
প্রসঙ্গত, ৮ এপ্রিল থেকে সারাদেশে বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড (বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ) এর ৪২তম কেন্দ্রীয় পরীক্ষা শুরু হয়েছিলো।
এবার সারাদেশে ২৯টি জোনের মাধ্যমে এক হাজার ৪৮২টি কেন্দ্রে, এক লাখ ৫২ হাজার ৩৯৭ জন পরীক্ষার্থী ।
বাতিলকৃত দাওরা হাদিসের পুনঃপরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৩ এপ্রিল থেকে ৩মে পর্যন্ত ।
আইএ/পাবলিক ভয়েস