

আশরাফুল ইসলাম: ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমেই এদেশে মানবতা প্রতিষ্ঠিত হবে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করীম।
আজ(১৪ ফেব্রুয়ারি) সরকারি জীবনানন্দ মঞ্চ চত্তরে (মুক্তমঞ্চ) বিকাল ৩:০০ ঘটিকায়, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সরকারি বিএম কলেজ শাখার আয়োজিত বার্ষিক ছাত্র সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিএম কলেজ শাখা সভাপতি মুহাম্মাদ রেজাউল করীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ আব্দুল্লাহ্ আল-মামুনের সঞ্চালনায় বিএম কলেজ শাখার বার্ষিক সম্মেলনে মুফতী ফয়জুল কারীম বলেন, ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমেই এদেশে মানবতা প্রতিষ্ঠা সম্ভব।
তিনি আরো বলেন, বাংলাদেশ স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত ইসলামী শাসনের পরিবর্তে মানবরচিত আইনে পরিচালনা করার কারণেই মানবতার বিপর্যয় ঘটেছে। তাই সকল শ্রেণী-পেশার মানুষের কাছে ব্যপকভাবে ইসলামের দাওয়াত দিয়ে ইসলাম প্রতিষ্ঠার পথকে সুগম করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা সেক্রেটারী উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন-এর কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুফতী হোসাইন মুহাম্মাদ কাওছার বাঙ্গালী।
সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর কেন্দ্রীয় পাবলিক বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক ছাত্রনেতা শরিফুল ইসলাম রিয়াদ, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ইশা ছাত্র আন্দোলন-এর কেন্দ্রীয় প্রচার ও যোগাযোগ সম্পাদক কে এম শরীয়াতুল্লাহ্।
এ সময় প্রধান অতিথি তার বক্তব্যের পরে পূর্বের কমিটি বিলুপ্ত করে মুহাম্মাদ রেজাউল করীমকে সভাপতি, আব্দুল্লাহ্ আল-মামুনকে সহ-সভাপতি ও আব্দুর রহীমকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২০১৯ সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করেন।