

পাবলিক ভয়েস: নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরক্লার্ক গ্রামে নিখোঁজের ১৪ ঘণ্টা পর হাত-পা বাঁধা অবস্থায় এক এসএসসি পরীক্ষার্থীকে উদ্ধার করেছে স্বজন ও স্থানীয়রা। আহত অবস্থায় তাকে আজ রোববার দুপুরে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় চর জব্বর থানায় সাধারণ ডায়েরি করেছে তার পরিবার।
আহত এসএসসি পরীক্ষার্থীর স্বজনরা জানান, গতকাল শনিবার সন্ধ্যা ৭টায় পরীক্ষার্থী নূর মাওলা বাদশা স্থানীয় জনতা বাজারে যাওয়ার পর আর বাড়ি ফেরেনি। বাড়ি না ফেরায় স্বজনরা বহু খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি।
আজ রোববার সকাল ৯টায় বাড়ির পাশের খাল পাড়ে তাকে হাত-পা বাঁধা অবস্থায় পড়ে থাকতে দেখে স্বজনরা উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। নূর মাওলা বাদশা চরক্লার্ক গ্রামের মোহাম্মদ রফিকের ছেলে ও স্থানীয় চরক্লার্ক কেরামতপুর উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষার্থী। শত্রুতা করে এমন কাজটি করা হয়েছে। তবে এমন কাজটি কারা করেছে তা জানে না ছাত্রের পরিবার।
চর জব্বর থানা পুলিশের ওসি মো. সাহেদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করেছে উদ্ধার হওয়া পরীক্ষার্থীর চাচা। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।
নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম বলেন, নূর মাওলা নামে আহত অবস্থায় এক এসএসসি পরীক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার চিকিৎসা চলছে এবং আশঙ্কামুক্ত।