কাপ্তাইয়ে স্কুলছাত্রীকে শ্বাসরোধ করে হত্যা, শিক্ষক আটক

প্রকাশিত: ৪:৩২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০১৯

পাবলিক ভয়েস: রাঙামাটির কাপ্তাই উপজেলায় মিতালী চাকমা (৯) নামে এক স্কুলছাত্রীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ওই স্কুলছাত্রীর গৃহশিক্ষক অংবাচিং মারমাকে (৩৬) আটক করা হয়েছে।

আজ রোববার (০৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার রাইখালী ইউনিয়নের পূর্বকোদালা পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত ছাত্রী মিতালী উপজেলার চন্দ্রঘোনা থানার অধীন রাইখালী ইউনিয়নের পূর্বকোদালা গ্রামের বাসিন্দা সাথুই অং মারমার মেয়ে। আটক গৃহশিক্ষক অংবাচিং একই ইউনিয়নের বড়খোলা পাড়ার বাসিন্দা উসাখৈই মারমার ছেলে।

পুলিশ জানায়, দুপুরে অংবাচিং পূর্বকোদালা পাড়ায় মিতালী চাকমাকে পড়াতে যান। তখন বাড়িতে কেউ না থাকায় অংবাচিং মিতালীকে ধর্ষণের চেষ্টা করেন। এসময় মিতালী চিৎকার করলে অংবাচিং শ্বাসরোধ করে তাকে হত্যা করে। এরপর মিতালীর মরদেহ একটি বস্তায় ভরে জঙ্গলে ফেলে দেওয়ার সময় স্থানীয়রা অংবাচিংকে আটক করে পুলিশে দেয়।

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ উদ্দীন জানান, আটক শিক্ষকের বিরুদ্ধে হত্যাকাণ্ডের অভিযোগ এনে মামলা দায়ের করা হবে। নিহত মিতালীর মরদেহ ময়নাতদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন