

পাবলিক ভয়েস: বহুল কাঙ্ক্ষিত ও প্রত্যাশিত সিলেট বিভাগীয় ইলমী প্রতিযোগিতা শুরু হচ্ছে আগামীকাল থেকে। সিলেটের ঐতিহ্যবাহী দুটি আলোচিত শিক্ষাপ্রতিষ্ঠান মারকাযুল হিদায়া সিলেট ও জামি’আতুল উলূম আশ শারইয়্যাহ সিলেট আয়োজন করেছে এ প্রতিযোগিতাটি।
ইতোমধ্যে প্রতিযোগিতার আয়োজনটি সিলেটের মাদরাসাসমূহে ব্যাপক সাড়া ফেলেছে। আগামীকাল ৩১ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১০:৩০ টায় মারকাযুল হিদায়া সিলেটে লিখিত প্রতিযোগিতা তথা আরবি মাকালা, তরজমাতুল কুরআন ও মাসাইলে নাহু দিয়ে শুরু হবে প্রতিযোগিতার ১ম পর্ব। তার পরদিন ১লা ফেব্রুয়ারি শুক্রবার সকাল ৯.০০ টায় জামি’আতুল উলূম আশ শারইয়্যাহ সিলেটে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার দ্বিতীয়পর্ব মৌখিক প্রতিযোগিতা তথা হিফজুল হাদীস ও আরবী বক্তৃতা।
আরও পড়ুন- উজবেকিস্তানে আন্তর্জাতিক সেমিনারে আমন্ত্রণ পেলেন পাবলিক ভয়েস সম্পাদক
প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান তার পরদিন ২ ফেব্রুয়ারি শনিবার সিলেটের শহীদ সুলেমান হলে অনুষ্ঠিত হবে। মারকাযুল হিদায়া সিলেটের মহাপরিচালক মাওলানা ইমদাদুর রহমান আল-মাদানীর সভাপতিত্বে অনুষ্ঠিতব্য এ অনুষ্ঠানে আলোচনা রাখবেন, মাওলানা উবায়দুর রহমান খান নদভী, মাওলানা শরীফ মুহাম্মদ, আরবি সাহিত্যের প্রবাদপুরুষ মাওলানা সফিউল্লাহ ফুআদ, আল্লামা শায়খ যিয়া উদ্দীন দা. বা., শাইখুল হাদীস আল্লামা মুহিব্বুল হক গাছবাড়ি দা. বা.সহ দেশের শীর্ষ উলামায়ে কেরাম।
আমাদের সিলেট প্রতিনিধি জানান, শনিবার দুপুর ২টা থেকে রাত ৯ টা পর্যন্ত চলবে পুরস্কার বিতরণী ও আলোচনা সভাটি। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সকলকে উপস্থিত হতে আমন্ত্রণ করেছেন কর্তৃপক্ষ।