
মিনহাজ আবেদিন, রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২১ সেশনে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় চূড়ান্ত আবেদন শুরু হয়েছে। প্রাথমিকভাবে উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীরা আজ মঙ্গলবার দুপুর ১২টা থেকে চূড়ান্ত আবেদন করতে পারবে। ৩১ মার্চ পর্যন্ত শিক্ষার্থীরা এ আবেদন করার সুযোগ পাবে। এর আগে গত ১৮ মার্চ রাত ১২টায় রাবির ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শেষ হয়। তিনটি ইউনিটে ৩ লাখ ৪ হাজার ৯৮০ জন শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করেছেন।
মঙ্গলবার দুপুরে দৈনিক মানবকন্ঠকে এসব তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক বাবুল ইসলাম।
অধ্যাপক বাবুল ইসলাম বলেন, ‘প্রাথমিক আবেদনে উত্তীর্ণ শিক্ষার্থীদের ফলাফল গতকাল ( সোমবার) সন্ধ্যায় প্রকাশ করা হয়েছে। উত্তীর্ণ শিক্ষার্থীদের মোবাইল নাম্বারে ক্ষুদে বার্তা পাঠিয়ে জানানো হয়েছে সে উত্তীর্ণ হয়েছে কিনা। কিন্তু অনেক সময় ক্ষুদে বার্তা পৌঁছায় না। তাই আমার পরামর্শ থাকবে প্রাথমিক আবেদনকারীরা বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে লগইন করে দেখে নেয়া।’ তিনি বলেন, ‘প্রাথমিক আবেদনে উত্তীর্ণ শিক্ষার্থীরা আজ মঙ্গলবার দুপুর ১২টা থেকে চূড়ান্ত আবেদন করতে পারবে। এই আবেদন প্রক্রিয়া চলবে ৩১ মার্চ রাত ১২টা পর্যন্ত।’
এর আগে গত ৭ মার্চ থেকে ২০২০-২১ সেশনের প্রাথমিক ভর্তি আবেদন শুরু হয়ে শেষ হয় ১৮ মার্চ। এতে তিনটি ইউনিটে ৩ লাখ ৪ হাজার ৯৮০ জন শিক্ষার্থী আবেদন করেছেন। ‘এ’ ইউনিটে (মানবিক) ১ লাখ ১৬ হাজার ২১৩ জন, ‘বি’ ইউনিটে (বাণিজ্য) ৬৮ হাজার ৬১৫ জন, ‘সি’ ইউনিটে (বিজ্ঞান) ১ লাখ ২০ হাজার ১৫২ জন শিক্ষার্থী আবেদন করেছেন।
আগামী ১৪ জুন ‘সি’ ইউনিট, ১৫ জুন ‘এ’ ইউনিট এবং ১৬ জুন ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি ইউনিটের পরীক্ষা প্রতিদিন তিনটি শিফটে হবে। দিনের প্রথম শিফট সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা, ২য় শিফট দুপুর ১২টা থেকে ১টা ও তৃতীয় শিফট ৩টা থেকে ৪টা পর্যন্ত চলবে।
রাবির এ বছরের ভর্তি পরীক্ষায় মোট ৪ হাজার ১৯১টি আসন রয়েছে। তিনটি ইউনিটে এ পরীক্ষা হবে। ‘এ’ ইউনিটে (কলা, আইন, সামাজিক বিজ্ঞান ও চারুকলা অনুষদ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট) আসন ২ হাজার ১৯টি, ‘বি’ ইউনিটে (ব্যবসায় শিক্ষা অনুষদ ও ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট) ৫৬০টি ও ‘সি’ ইউনিটে (কৃষি ও বিজ্ঞান অনুষদ) ১ হাজার ৬১২ আসন রয়েছে।
প্রসঙ্গত, রাবির ভর্তি পরীক্ষা এবারে তিনটি ইউনিটে অনুষ্ঠিত হবে। প্রতিটি ইউনিটে ৪৫ হাজার শিক্ষার্থী পরীক্ষায় বসার সুযোগ পাবে। তিন ইউনিট মিলে প্রাথমিক আবেদনে উত্তীর্ণ ১ লাখ ৩৫ হাজার শিক্ষার্থী চূড়ান্ত আবেদন করার সুযোগ পাবে। এই আবেদন প্রক্রিয়া আজ মঙ্গলবার দুপুর ১২টা থেকে শুরু হয়ে চলবে ৩১ মার্চ রাত ১২টা পর্যন্ত। যার ফি নির্ধারণ করা হয়েছে ১১০০টাকা (মোবাইল ফোন অপারেটর সার্ভিস চার্জসহ)।
ভর্তিসংক্রান্ত যেকোনো তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.ru.ac.bd-এ পাওয়া যাবে।