আজ থেকে শুরু হয়েছে একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের আবেদন

প্রকাশিত: ১২:৫৯ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২০

একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তির চলমান কার্যক্রমে দ্বিতীয় ধাপ আজ সোমবার শুরু হয়েছে। এ ধাপের আবেদন গ্রহণ ২ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত চলবে।

এর আগে প্রথম ধাপে পছন্দের কলেজ পেয়েছেন ১২ লাখ ৭৭ হাজার ৭২১ জন শিক্ষার্থী। এ সময় আবেদন করেছিলেন ১৩ লাখ ৪২ হাজার এসএসসি উত্তির্ণ শিক্ষার্থী। কলেজ পাননি ৬৪ হাজার ৯৭২ জন শিক্ষার্থী এবং কোন শিক্ষার্থী পায়নি ১৪৮ টি কলেজ। তবে যারা কলেজ পাননি তারা এ ধাপে আবেদন করতে পারবেন। এরপর শুরু হবে তৃতীয় পর্যায়ের আবেদন।

এছাড়া দুই লাখ ৫১ হাজারের বেশি শিক্ষার্থী প্রথম ধাপে ভর্তির আবেদন করেনি। এর আগে, গেল ২৫ আগস্ট রাতে ২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি বিষয়ে (http://www.xiclassadmission.gov.bd/) প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়। সারাদেশে সাত হাজার ৪৭৪টি সরকারি-বেসরকারি কলেজ মিলিয়ে একাদশ শ্রেণিতে ২৫ লাখ আসন রয়েছে। আর ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থী রয়েছে ১৬ লাখ ৯০ হাজার ৫২৩ জন।

উল্লেখ্য, গত ৯ আগস্ট সকাল সাতটা থেকে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তির কার্যক্রম শুরু হয়। ১৫ সেপ্টেম্বরের মধ্যে ভর্তি কার্যক্রম শেষ হবে। চলতি বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডে মোট পরীক্ষায় অংশ নেয় ২০ লাখ ৪০ হাজার ২৮ জন শিক্ষার্থী। এর মধ্যে ১৬ লাখ ৯০ হাজার ৫২৩ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছিলেন।

ওয়াইপি/পাবলিক ভয়েস

মন্তব্য করুন