
বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টিভির সাম্প্রতিক এক প্রতিবেদনে উপমহাদেশের প্রখ্যাত হাদিস বিশারদ, দেশের শীর্ষ আলেমেদ্বীন শায়খুল হাদীস আল্লামা আজিজুল হক রহ.-কে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের প্রতিষ্ঠাতা ও জঙ্গিনেতা হিসেবে উপস্থাপনের ঘটনায় আগমীকাল সংবাদ সম্মেলন করার ঘোষণা দিয়েছেন সর্বদলীয় আলেমগণ।
আগামীকাল বুধবার ৪ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনে (সুরমা টাওয়ারের পিছনে) বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে সকাল ১১টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন শায়খের দৌহিত্র মাওলানা ইহসানুল হক।
সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব আল্লামা নূর হুসাইন কাসেমী, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মাহফুজুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের আমির মাওলানা মামুনুল হক, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী, জমিয়তে উলামায়ে ইসলামের নায়েবে আমীর মাওলানা আব্দুর রব ইউসুফী, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহসহ দেশের বিভিন্ন দল ও প্রতিষ্ঠানের শীর্ষ ওলামায়ে কেরাম।
/এসএস

