নান্দাইলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল। 

প্রকাশিত: ১০:০১ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২৬

আকরাম হোসেন নান্দাইল উপজেলা প্রতিনিধিঃ 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় নান্দাইলে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৩ ডিসেম্বর) দুপুর ৩টায় নান্দাইল চণ্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে নারীসহ নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ ১৫৪ (নান্দাইল)৯ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইয়াসের খান চৌধুরী। এছাড়া উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।খতমে কোরআন শেষে বিশেষ মোনাজাতে মরহুমার আত্মার মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।প্রধান অতিথির বক্তব্যে ইয়াসের খান চৌধুরী বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক, তার আদর্শ ও ত্যাগ জাতি চিরদিন স্মরণ করবে।উল্লেখ্য, মরহুমা বেগম খালেদা জিয়া গত ৩০ ডিসেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তার মৃত্যুতে বিএনপি কেন্দ্রীয়ভাবে সাত দিনব্যাপী শোক কর্মসূচি পালন করছে।

মন্তব্য করুন