সুনামগঞ্জের মধ্যনগরে ইসলামী আন্দোলনের কর্মী ও সমর্থক সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত: ১০:৪৭ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২৬

এম সালমান আহমদ সুজন,সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জের মধ্যনগরে ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী ও সমর্থক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ জানুয়ারি) দুপুর ১২ ঘটিকার সময় মধ্যনগর সদরে এ সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মধ্যনগর উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মধ্যনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা জিয়াউর রহমান ।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী সুনামগঞ্জ-১ আসনের আলহাজ্ব অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ নুরুদ্দিন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক এম সালমান আহমদ সুজন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগরের সভাপতি মুহাম্মদ সিদ্দিকুর রহমান ছোটন।

এছাড়াও বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মধ্যনগর উপজেলা শাখার সহ সাংগঠনিক সম্পাদক, মাওলানা শিব্বির আহমদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মধ্যনগর উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ মামুন হোসেন, মধ্যনগর উপজেলা শাখার অন্যান্য সকল নেতৃবৃন্দ।

বক্তারা ইসলামী আন্দোলনের আদর্শ ও লক্ষ্য তুলে ধরে বলেন, একটি ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলন বাংলাদেশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।আমরা চাই আপনাদের সহযোগিতায় একটি সুন্দর দেশ গঠন করতে। আগামী নির্বাচনে হাতপাখা প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তারা।

সম্মেলনে মধ্যনগর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ইসলামী আন্দোলনের কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন